নয়াদিল্লি: ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে৷ একের পর এক বিতর্কিত মন্তব্য, মানচিত্র বদল করে নেপালের প্রধানমন্ত্রী যেন ভারতের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন৷ মানচিত্র বদল থেকে রামের জন্মভূমির প্রসঙ্গ তুলে একের পর এক মন্তব্য করেছেন সেদেশের প্রধানমন্ত্রী৷ আর তার জেরে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক অবনতি হয়েছে৷ এই পরিস্থিতিতে ভারতের স্বাধীনতা দিবসে টুইটারে শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। শুধু তাই নয়, তিনি মোদীকে ফোন করেন৷ তাতে কি বরফ গলবে?
শনিবার টুইট করেন নেপালের প্রধানমন্ত্রী। সেখানে ওলি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা। আরও উন্নতি ও সমৃদ্ধির পথে যাক ভারত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ওলি। মিনিট দশের দুই জনের মধ্যে কথাও হয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোভিড নিয়ে দুই দেশের মধ্যে কথা হয় বলেও জানা গিয়েছে।
নেপালে ওলির প্রধানমন্ত্রীর গদি টলমল করছে। নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরোধিতা করছেন দলের একাংশ। প্রচণ্ডের মতো দলের শীর্ষস্থানীয় নেতারা ওলির পদত্যাগ দাবি করছেন। এপাশে ওলি ভারতের একাধিক অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে। সংসদে সেই নতুন মানচিত্র পাশ হওয়ার পর ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপরে রামজন্মভূমি নেপালে বলে নয়া বিতর্কের জন্ম দেন তিনি। এতটাই পরিস্থিতি খারাপ হয়ে যায়, নেপালের বিদেশ মন্ত্রককে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়। অনেকে মনে করছেন, চিনের প্রতি অনুগত থাকতে গিয়ে ওলি একের পর ভারত বিরোধী মন্তব্য করছেন৷ কিন্তু, আচমকা এমন কি হল, প্রধানমন্ত্রী মোদীকে ফোন করতে বাধ্য হলেন ওলি? ড্যামেজ কন্ট্রোলে চেষ্টা৷ প্রশ্ন উঠেছে নেপালেও৷