সাংসদদের ক্লাস নিতে বাধ্যতামূলক তলব প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: শৃঙ্খলার পাঠ দিতে এবার দলীয় সাংসদের বাধ্যতামূলক তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর ডাকা ওই ক্লাসে বেশ কয়েকজন সাংসদকে সতর্ক করতে পারেন মোদি৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসে সাংসদদের নিয়মশৃঙ্খলা থেকে শুরু করে আলটপকা মন্তব্য থেকেও বার্তা দিতে পারেন মোদি৷ সাংসদদের আচার ব্যবহারেও টানা হতে পারে লাগাম৷ জোর দেওয়া হতে পারে সংসদে নিয়মিত হাজিরা৷ দুদিনের ওই

সাংসদদের ক্লাস নিতে বাধ্যতামূলক তলব প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: শৃঙ্খলার পাঠ দিতে এবার দলীয় সাংসদের বাধ্যতামূলক তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর ডাকা ওই ক্লাসে বেশ কয়েকজন সাংসদকে সতর্ক করতে পারেন মোদি৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসে  সাংসদদের নিয়মশৃঙ্খলা থেকে শুরু করে আলটপকা মন্তব্য থেকেও বার্তা দিতে পারেন মোদি৷ সাংসদদের আচার ব্যবহারেও টানা হতে পারে লাগাম৷ জোর দেওয়া হতে পারে সংসদে নিয়মিত হাজিরা৷

দুদিনের ওই প্রশিক্ষণ শিবিরে নতুন সাংসদদের বিভিন্ন নিয়ম-কানুন শেখানোর পাশাপাশি সরকারি বিভিন্ন রীতিনীতিরও পাঠ দিতে পারেন মোদি৷ জানা গিয়েছে, আগামী ৩ ও ৪ আগস্ট সাংসদের ডেকে ক্লাস নিতে পারেন মোদি৷ এর আগে বিজেপি সাংসদদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি৷ ২০১৪-এ ক্ষমতায় এসেও এই ধরণের কর্মসূচিও নিয়েছিলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =