নয়াদিল্লি: কৃষক আন্দোলন হোক কিংবা রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত সেসব দিকে নজর দিচ্ছেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কদর বাড়িয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য, অন্তত তেমনটাই মনে হচ্ছে তাঁর কার্যকলাপে। আজ থেকে শুরু হয়েছে সংসদীয় বাজেট অধিবেশন। তাঁর আগে আন্তর্জাতিক লগ্নিকারীদের সামনে প্রধানমন্ত্রী তুলে ধরলেন ভারতের পরিসংখ্যান।
বাজেট অধিবেশনের আগে দেশের উৎপাদন ব্যবস্থা, পরিকাঠামো, প্রযুক্তি ও নগরায়নের মতো দিক গুলিতে ব্যাপক উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বিশ্বমানের সংস্থা গুলির কাছে ভারতে বাণিজ্যিক সুযোগ সুবিধা তুলে ধরে তাদের এদেশে আগমনের আর্জিও জানিয়েছেন তিনি। ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের পরিবেশ যে ব্যবসার অনুকূল, বিনিয়োগের বাজার যে প্রকাণ্ড, বিদেশী সংস্থা গুলির কাছে সেই কথাই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার আইবিএম, এবিবি, সাইমেন, ওন্টারিওর মতো বিশ্বমানের সংস্থার প্রধানদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আন্তর্জাতিক লগ্নিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি নিজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আসুন, এসে এখানকার সুযোগ সুবিধা নিন আর নিজেদের ভবিষ্যত সম্ভাবনা আরো উজ্জ্বল করে তুলুন।” সমস্ত রকম সহযোগিতার জন্য ভারত তৈরি, বলেন তিনি।
দেশের সক্ষমতার দৃষ্টান্তস্বরূপ এদিন প্রধানমন্ত্রী বৈদেশিক সংস্থা গুলির সামনে তুলে ধরেন ভারতের করোনা মোকাবিলার কথা। কীভাবে করোনা ভ্যাকসিন প্রস্তুত করে ভারত অতিমারীর মোকাবিলা করেছে এবং শুধু দেশের অভ্যন্তরেই নয়, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্যান্য রাষ্ট্রেও সে কথাই জানান তিনি। তাঁর কথায়, “অনেকেই ভেবেছিল করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত, কিন্তু দেশ তা হতে দেয় নি। আমরা করোনার বিরুদ্ধে লড়াইকে দেশের মানুষের লড়াই করে তুলেছি। তাই আজ ভারত এ ব্যাপারে পৃথিবীর অন্যতম সবল দেশ গুলির একটা, এবং অন্য দেশকে সে সাহায্যও করছে।”
উল্লেখ্য, করোনা অতিমারীর মাঝেই আজ থেকে শুরু হচ্ছে সংসদীয় বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পার্লামেন্টে উপস্থাপন করতে চলেছেন নতুন বাজেট। করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটের দিকেই এখন চেয়ে আছে দেশের মানুষ। সেই সময় বিদেশী লগ্নিকারী সংস্থা গুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেশের আর্থিক উন্নতিতেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী।