দাম কমছে সোনা, রুপো-মোবাইলের, ক্যানসারের তিন ওষুধেও ছাড় ঘোষণা বাজেটে

কলকাতা: লাফিয়ে বাড়ছিল সোনা-রুপোর দাম৷ বিয়ের মরশুমে নাভিশ্বাস উঠছিস আমজনতার৷ বাজেটে মিলল খানিক স্বস্তি৷ সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ায় দাম কমতে চলেছে সোনা, রুপোর৷ সস্তা…

nir mam

কলকাতা: লাফিয়ে বাড়ছিল সোনা-রুপোর দাম৷ বিয়ের মরশুমে নাভিশ্বাস উঠছিস আমজনতার৷ বাজেটে মিলল খানিক স্বস্তি৷ সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ায় দাম কমতে চলেছে সোনা, রুপোর৷ সস্তা হচ্ছে মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে চলেছে তামার তৈরি দ্রব্যের। এছাড়াও ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র৷ তবে সরকার আমদানি শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়ায় দাম বাড়তে পারে পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের।