লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস জোটের সম্ভাবনা

নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের আপত্তি উড়িয়ে আম আদমির পার্টির সঙ্গে জোট গঠনের পথে পা বাড়াল রাহুল গান্ধীর কংগ্রেস৷ সূত্রের খবর, লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস জোটের সম্ভাবনা তৈরি হয়েছে৷ জোটে আসন সমঝতার লক্ষ্যে রাহুল গান্ধী ও কেজরিওয়ালের কথা হওয়ার সম্ভবনা রয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর, আপের সঙ্গে জোটের শর্ত হিবাসে কংগ্রেসের তরফে ৩-৩ আসনে প্রার্থী দেওয়ার

লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস জোটের সম্ভাবনা

নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের আপত্তি উড়িয়ে আম আদমির পার্টির সঙ্গে জোট গঠনের পথে পা বাড়াল রাহুল গান্ধীর কংগ্রেস৷ সূত্রের খবর, লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস জোটের সম্ভাবনা তৈরি হয়েছে৷ জোটে আসন সমঝতার লক্ষ্যে রাহুল গান্ধী ও কেজরিওয়ালের কথা হওয়ার সম্ভবনা রয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর, আপের সঙ্গে জোটের শর্ত হিবাসে কংগ্রেসের তরফে ৩-৩ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে৷ একটি ছাড়া হতে পারে শরিকদলকে৷ যদিও, কংগ্রেসের জন্য অপেক্ষা না করে গত সপ্তাহেই দিল্লির ৭টির মধ্যে ছ’টি লোকসভা আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন কেজরি৷ তবে, ৩-৩ ফর্মুলা আদৌ আপ মেনে নেবে কী না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷

এর আগে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে বাদ রেখেই প্রার্থী ঘোষণা করে দিল্লির আম আদমি পার্টির৷ মহাজোটে ধাক্কা দিয়ে দিল্লির ছ’টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করা হয়৷ ছ’টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সপ্তম তথা শেষ পশ্চিম দিল্লির আসন ফাঁকা রাখা হয়৷

গত শনিবার সাংবাদিক বৈঠক করে আপের তরফে পূর্ব দিল্লি থেকে অতিশী, দক্ষিণ দিল্লি থেকে রাঘব চাড্ডা, চাঁদনী চক থেকে পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পান্ডে, উত্তর-পশ্চিম দিল্লি থেকে গুগণ সিং এবং নিউ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে ব্রজেশ গোয়েলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়৷

এবিষয়ে আপ নেতা গোপাল রাই বলেন, ‘‘শীলা দীক্ষিত জোটের প্রতি আগ্রহী ছিলেন না। রাহুল গান্ধীও জানিয়েছিলেন সম্ভব নয়। আম আদমি পার্টি জোট চেয়েছিল কিন্তু কংগ্রেস তৈরি নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =