জনগণের টাকা লুট, দোষীরই বিচার চাইল পলিট ব্যুরো

নয়াদিল্লি:সারদা কেলেঙ্কারিতে সিবিআই ও রাজ্য পুলিশের টানাপড়েন প্রসঙ্গে দোষীদের বিচার চাইল সিপিএম পলিট ব্যুরো৷ দাবি করা হয়েছে, এই সমস্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং মানুষের টাকা লুট করা টাকা সুদ সমেত ফেরত দিতে হবে৷ সোমবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর তরফে জনানো হয়েছে, ‘‘সারদা, রোজ ভ্যালি প্রভৃতির মতো চিটফান্ড কোম্পানিগুলি মানুষের থেকে কোটি কোটি টাকা লুট

cfdbc66bcdcdee570751f3653e03b5b2

জনগণের টাকা লুট, দোষীরই বিচার চাইল পলিট ব্যুরো

নয়াদিল্লি:সারদা কেলেঙ্কারিতে সিবিআই ও রাজ্য পুলিশের টানাপড়েন প্রসঙ্গে দোষীদের বিচার চাইল সিপিএম পলিট ব্যুরো৷ দাবি করা হয়েছে, এই সমস্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং মানুষের টাকা লুট করা টাকা সুদ সমেত ফেরত দিতে হবে৷

সোমবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর তরফে জনানো হয়েছে, ‘‘সারদা, রোজ ভ্যালি প্রভৃতির মতো চিটফান্ড কোম্পানিগুলি মানুষের থেকে কোটি কোটি টাকা লুট হয়েছে৷ সেই লুটের চক্রান্ত উন্মোচন করতে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআই-কে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল৷ বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও গত পাঁচ বছর ধরে মোদী সরকার এব্যাপারে কিছুই করেননি৷ সেই সময়কালে এই কেলেঙ্কারিগুলিতে মূল অভিযুক্ত হিসেবে সাংসদ মুকুল রায় ও হেমন্ত শর্মার মতো তৃণমূল কংগ্রেসের এমন অনেক নেতারই নাম উঠে এসেছে, যাঁরা এখন বিজেপি-তে চলে গিয়েছে৷ সুস্পষ্টভাবেই বিজেপি আর তৃণমূল এই লুঠের মাল ভাগাভাগি করে নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশিত তদন্তের গতিকে মন্থর করে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *