নয়াদিল্লি: মদের বোতলে মহাত্মা গান্ধীর ছবির লেবেল সাঁটিয়ে বিক্রির অভিযোগ ইজরায়েলের এক সংস্থার বিরুদ্ধে৷ বিষয়টি নজরে আসতেই সংস্থার সঙ্গে কথা যোগাযোগ করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷ এরপরেই সংস্থাটি ওই বোতলের উৎপাদন বন্ধ করে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়৷
বাজার থেকে মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত বোতলগুলি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলেও মন্ত্রীকে আশ্বাস সংস্থার৷ রাজ্যসভায় এই প্রসঙ্গটি উত্থাপন করেন আপ নেতা সঞ্জয় সিনহা৷ জবাবে এক চিঠিতে জয়শঙ্কর জানান, ইতিমধ্যেই ইজরায়েলের ওই সংস্থার সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্তারা আলোচনা করেছেন। যথাযথ পদক্ষেপও গ্রহণ করা হয়েছে৷