বাঘিনীকে পিটিয়ে মালল যোগীর রাজ্যের জনতা

মাতাইনা : বাঘিনীকে পিটিয়ে মানল মানেকা গান্ধির আগেকার কেন্দ্র পিলিভিটের বাসিন্দারা৷ মাতাইনা গ্রামের এই ঘটনায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷ বন দপ্তরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন৷ জেলাশাসক জানিয়েছেন, বাঘিনীটি কয়েকজনকে জখম করেছে বলেই তাকে পিটিয়ে মেরেছে জনতা৷ গ্রামের লোকেরাই তাঁকে পিটিয়েছে৷ বাঘিনীর মুখে, পায়ে ও পিঠে গভীর ক্ষত দেখা গিয়েছে৷ তাকে পিটিয়ে মারার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷

বাঘিনীকে পিটিয়ে মালল যোগীর রাজ্যের জনতা

মাতাইনা : বাঘিনীকে পিটিয়ে মানল মানেকা গান্ধির আগেকার কেন্দ্র পিলিভিটের বাসিন্দারা৷ মাতাইনা গ্রামের এই ঘটনায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷ বন দপ্তরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন৷

জেলাশাসক জানিয়েছেন, বাঘিনীটি কয়েকজনকে জখম করেছে বলেই তাকে পিটিয়ে মেরেছে জনতা৷ গ্রামের লোকেরাই তাঁকে পিটিয়েছে৷ বাঘিনীর মুখে, পায়ে ও পিঠে গভীর ক্ষত দেখা গিয়েছে৷ তাকে পিটিয়ে মারার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷ এই ঘটনায় এফআইার দায়ের করা হয়েছে৷ এই ঘটনায় বনবিভাগের কোনো গাফিলতি ছিল কিনা তা দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =