নামের জন্য হুড়োহুড়ি। পুলওয়ামা-বালাকোটের হাওয়ায় বাণিজ্য করতে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়েছে বলিউডের প্রযোজকদের মধ্যে। সিনেমার বানাতে হলে আগে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পায় নাম রেজিস্টার করতে হয়। সেখানে ইতিমধ্যেই জমা পড়েছে, পুলওয়ামাঃ দ্য ডেডলি অ্যাটাক, বালাকোট, সার্জিকাল স্ট্রাইকের মতো নাম।
পাঁচটি ফিল্ম কোম্পানি নাম সংরক্ষণ করতে গিয়েছে ইম্পার আন্ধেরির অফিসে। উরির সাফল্যের পর দেশপ্রেম যে ভালো মশলা তা ভালোই টের পেয়েছেন প্রযোজকরা। এর মধ্যে জোশ, হাউ ইজ দ্য জোশ নাম দুটি রেজিস্টার করেছে বিক্রম মালহোত্রার আবুনদান্তিয়া এন্টারটেনমেন্ট কোম্পানি। পুলওয়ামায় জঙ্গি হামলার দিনেই জমা পড়েছে পুলওয়ামা, পুলওয়ামা দ্য সার্জিকাল স্ট্রাইক, ওয়ার রুম, হিন্দুস্তান হামারা হ্যায়, পুলওয়ামা টেরর অ্যাটাক, দ্য অ্যাটাকস অফ পুলওয়ামা, উইথ লাভ, প্রম ইন্ডিয়া, এটিএস -ওয়ান ম্যান শো নামগুলি।