দু’কামরার ঘরে শুরু হওয়া দল আজ দুর্নীতিমুক্ত সরকার চালাচ্ছে: মোদি

নয়াদিল্লি: রাজধানীর কর্ম সমিতির বৈঠক থেকে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিলেন নরেন্দ্র মোদি৷ শনিবার নয়াদিল্লিতে বিজেপির কর্ম সমিতির রাজকীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বলেন, দু’কামরার ঘরে শুরু হওয়া দলটি আজ দুর্নীতিমুক্ত সরকার চালাচ্ছে৷’’ বলেন, ‘‘স্বাধীনতার পর এই প্রথম কোনও সরকার দুর্নীতিমুক্ত হয়ে চলছে৷ দেশ আজ সততার পথে হাঁটছে৷’’ দুর্নীতি ইস্যুতে উলটে কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুখ খোলেন

দু’কামরার ঘরে শুরু হওয়া দল আজ দুর্নীতিমুক্ত সরকার চালাচ্ছে: মোদি

নয়াদিল্লি: রাজধানীর কর্ম সমিতির বৈঠক থেকে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিলেন নরেন্দ্র মোদি৷ শনিবার নয়াদিল্লিতে বিজেপির কর্ম সমিতির রাজকীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বলেন, দু’কামরার ঘরে শুরু হওয়া দলটি আজ দুর্নীতিমুক্ত সরকার চালাচ্ছে৷’’ বলেন, ‘‘স্বাধীনতার পর এই প্রথম কোনও সরকার দুর্নীতিমুক্ত হয়ে চলছে৷ দেশ আজ সততার পথে হাঁটছে৷’’ দুর্নীতি ইস্যুতে উলটে কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুখ খোলেন মোদি৷ বলেন, ‘‘২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ কেলেঙ্কারি অন্ধকারকে ঢুবে ছিল৷ গুরুত্বপূর্ণ ১০ বছর নষ্ট হয়েছে ভারতের৷’’

এদিন মন্তব্যের শুরুতে অটলবিহারী বাজপেয়ীর আবেগ তুলে ধরার চেষ্টা করেন৷ বলেন, ‘‘আজ অটলবিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী থাকলে দেশ বদলে দিতেন৷ আমরা অটলবিহারী বাজপেয়ীর পথ অনুসরণ করে এগোনের চেষ্টা করছি৷’’ এদিন মঞ্চে দাঁড়িয়ে গত চার বছরে কেন্দ্র সরকারের ‘বিকাশ’ প্রসঙ্গ তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন মোদি৷ বলেন, ‘‘গত সাড়ে চার বছরে কেন্দ্র সরকার সমস্ত সেক্টরে পর্যাপ্ত কাজ করেছে৷ দেশ এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে৷’’

বছরে দু’কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া মোদি এদিন বলেন, ‘‘আমরা গরিবদের জন্য সংরক্ষণ চালু করেছি৷ উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করতে চলেছি৷’’ কৃষক আত্মহত্যা প্রসঙ্গেও বলেন, ‘‘দেশের অন্যদাতাদের জন্য সর্বদা পাশে রয়েছে কেন্দ্র সরকার৷ সেচের জলের ব্যবস্থাও করা হয়েছে৷ সফলের সহায়ক মূল বাড়ানো হয়েছে৷ স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =