যোগের উৎপত্তি নেপালেই!

যোগের উৎপত্তি নেপালেই!

কাঠমাণ্ডু: ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার যোগাভ্যাস নিয়ে অদ্ভুত দাবি করলেন তিনি। তাঁর মতে, ভারত নয়, যোগাসন নেপাল থেকেই শুরু হয়েছে৷ আর যে সময় যোগাসন বলে কিছু আছে, তা জানা গিয়েছিল, তখন ভারতবর্ষের অস্তিত্বই ছিল না।

সোমবার আন্তর্জাতিক যোগ দিবসের দিন সেই উপলক্ষে তাঁর বাড়িতেই আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওলি বলেন, ‘ভারতে নয়, যোগাসনের উৎপত্তি  নেপালেই হয়েছে। যে সময় যোগাসনের অস্তিত্ব সম্পর্কে জানা গিয়েছিল, সেসময় ভারতবর্ষের কোনও অস্তিত্বই ছিল না।’ ওলি দাবি করেন, ভারতের বিশেষজ্ররা সত্যিটা গোপন করেন৷ ওলি আরও বলেন, যে ভারতের এখন অস্তিত্ব রয়েছে, তা অতীতে ছিল না। ভারতীয় ভূখণ্ডের তখন নানা ভাগ ছিল। তখন ভারতের ভূখণ্ডগুলো শুধু মহাদেশ ও উপ-মহাদেশের ভাগ ছিল৷

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে আসাটা কেপি শর্মার ক্ষেত্রে এই প্রথম নয়৷ এর আগেও ২০২০ সালে তিনি দাবি করেছিলেন, রামচন্দ্র আসলে নেপালি, তিনি ভারতীয় নন। আর আসল রাম জন্মভূমি অযোধ্যা নেপালেই অবস্থিত। তাঁর এই মন্তব্যের জেরে তখন বিস্তর জলঘোলা হয়েছিল৷ সেই সময় অযোধ্যার পুরোহিতরা ক্ষুব্ধ হয়ে ওলিকে ‘পাগল’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন এবং ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক মাসের মধ্যে নেপালের বর্তমান সরকারের গদি টলে যাবে। চলতি বছরের মে মাসে আস্থাভোটে হেরে গেলেও নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে ছাড়়েননি কেপি শর্মা ওলি। কারণ সেদেশের রাষ্ট্রপতি যে সময় বেঁধে দিয়েছিলেন বিরোধী দলগুলির জন্য, তারা সেই নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। তাই নেপালের সংবিধানের ৭৬ (৩) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদের ভার নেন ওলি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =