রায়গঞ্জ: দেশের পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে। খবরের শিরোনামে বার বার উঠে আসছে সমস্ত মর্মান্তিক খবর। এর মধ্যেও একটা ভালো খবরে নতুন করে মনে আশার সঞ্চার হয়। করোনাকে হারিয়ে মায়ের কোলে করে বাড়ি ফিরে গেল দেড় মাসের শিশু। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ার করোনা হাসপাতাল থেকে শিশুটিকে ছুটি দেওয়া হয় বলে জানা গিয়েছে।
জানা যায়, দিন দশেক আগে রায়গঞ্জের এক সিভিক ভলেন্টিয়ার ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর জানা যায়, ওই সিভিক ভেলেন্টিয়ারের দেড় মাসের শিশুও করোনায় আক্রান্ত হয়েছে। এরপরেই ওই পরিবারে আতঙ্ক বাসা বাঁধে। মনে মনে সংশয় হয়, ওই শিশু কি আদৌ করোনার মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে। কর্ণজোড়ার করোনা হাসপাতালের সুপার দিলীপ কুমার গুপ্ত বলেছিলেন, শিশুটিকে সুস্থ করা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি। শিশুটির সঙ্গে সঙ্গে এই লড়াইয়ে আমরা জয়ী হতে পেরে খুশি।
বৃহস্পতিবার সুস্থ হয়ে বাবা-মার কোলে করে বাড়ি ফিরে যায় শিশুটি। শিশুটির হাসপাতাল থেকে বেরোনর সময় পুষ্পবৃষ্টি দিয়ে শুভ কামনা জানান হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শিশুটির উজ্দ্বল ভবিষ্যতের কামনা করেন তাঁরা। প্রসঙ্গত, রায়গঞ্জে এখনও পর্যন্ত ৪৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩৯ জন বলে জানা গিয়েছে।