নয়াদিল্লি : দুর্নীতির দায়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ১৫ পদস্থ অফিসারকে বাধ্যামূলক আবসরে পাঠাল কেন্দ্র৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নির্দেশে স্বাক্ষর করেছেন বলে খবর৷
দুর্নীতি থেকে তোলাবাজি-সহ যৌন হেনস্থার অভিযোগে ১২ জনকে অবসরে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে৷ সরকারি কোপের মুখে পড়েছেন সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের ১৫ অফিসার৷ অবসরের পর তাঁরা যে হারে বেতন পাবেন, আগামী তিন মাস সেই হারেই বেতন পাবেন কোপ পড়া ১৫ জন অফিসার৷ এই ১৫ অফিসাদের বিরুদ্ধে ঘুষ ও আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগও রয়েছে৷