করোনা যুদ্ধে শহিদ হলেন এসএসকেএমের নার্স

করোনা যুদ্ধে শহিদ হলেন এসএসকেএমের নার্স

কলকাতা: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএমের এক নার্সের। প্রিয়াঙ্কা মণ্ডল নামে ওই নার্সের বয়স হয়েথিল ৪১ বছর।  এসএসকেএমের ওই নার্স দক্ষিণ ২৪ পরগণার বজবজের বাসিন্দা বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই থেকে করোনার উপসর্গ দেখতে পাওয়া যায় নার্সের শরীরে। প্রায় সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করা হয়। ১৮ জুলাই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর প্রবল শ্বাসকষ্ট দেখা দেয়। ক্রমাগত তাঁর শরীরে অবনতি হতে থাকে।  মঙ্গলবার এসএসকেএমের ওই নার্সের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে,ওই নার্স এসএসকেএমের হৃদরোগ বিভাগে কর্মরত ছিলেন। করোনার রিপোর্ট আসার পর ওই বিভাগ স্যানেটাইজড করা হয়েছে। যাঁরা যাঁরা ওই করোনা আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সকলের করোনা পরীক্ষা করা হবে।  

নার্সের পরিবারের সদস্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। তবে নার্সের শেষকৃত্য কলকাতা পুরসভা করবে বলে জানা গিয়েছে। নার্সের পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এসএসকেএমের সুপার রঘুনাথ মিশ্র ওই নার্সের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  তিনি নার্সের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =