কলকাতা: আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস৷ ব্যাঘ্র দিবসের দিনেই বাংলা-সহ গোটা দেশের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ বাংলার বাঘ সংরক্ষণ নিয়ে টুইটারে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ব্যাঘ্রসুমারি অনুযায়ী, গোটা ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷
জানা গিয়েছে, গ৩ ২০০৮ সালের ব্যাঘ্রসুমারি অনুযায়ী সুন্দরবনে ছিল ৮৮টি বাঘ৷ ২০১৪ সালের গণনা অনুযায়ী দেখা যায় মাত্র ৭৬টি বাঘ রয়েছে সুন্দরবনে৷ ব্যাঘ্রসুমারি অনুযায়ী, গোটা ভারতে ছিল ২০২৬টি বাঘ৷ সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Delhi: Prime Minister Narendra Modi releases All India Tiger Estimation 2018 on #InternationalTigerDay. pic.twitter.com/4y6iemCLzS
— ANI (@ANI) July 29, 2019
PM Narendra Modi: Today, we can proudly say that with nearly 3000 tigers, India is one of the biggest and safest habitats in the world. #InternationalTigerDay pic.twitter.com/Dmf1Xp83N4
— ANI (@ANI) July 29, 2019
আজ আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষ্যে তিনি জানান, ২০১৮ সালের গণনা অনুযায়ী গোটা ভারতে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৬৭টি৷ রিপোর্ট প্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ৪ বছরে ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাঘের সংখ্যা৷
আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বিশ্বজুড়ে আজ বাঘেরা বিলুপ্তির পথে। আমাদের কর্তব্য বাঘেদের বিলুপ্তি থেকে বাঁচানো। বাংলায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে, বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে বাঘেদের রেডিও কলারিং ও মনিটরিং এর কাজ চলছে
— Mamata Banerjee (@MamataOfficial) July 29, 2019
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বিশ্বজুড়ে আজ বাঘেরা বিলুপ্তির পথে। আমাদের কর্তব্য বাঘেদের বিলুপ্তি থেকে বাঁচানো। বাংলায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে, বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে বাঘেদের রেডিও কলারিং ও মনিটরিং এর কাজ চলছে৷’’