লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে ভারত। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০। এই তালিকায় ১৬ জন ইতালির বাসিন্দার নামও রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ৩ মার্চই তিনি একটি সাক্ষাৎকারে জনগণের উদ্দেশ্যে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন। তার পরিবর্তে বিশেষ সতর্কতা অবলম্বনের আর্জি জানিয়েছেন।

এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, দাবি সংবাদসূত্রের। তার মধ্যে রয়েছে ১৬ জন ইতালির বাসিন্দা। ইতালির ওই ১৬ জন নাগরিকের থেকেই জয়পুরে একজন ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও তাঁর কথায়, দিল্লিতে ১টি, আগ্রায় ৬টি, কেরলে ৩টি, তেলঙ্গনায় ১টি ঘটনার কথা জানা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কথায়, ‘আতঙ্কের কোনও কারণ নেই।' জনসাধারনের উদ্দেশে বলেছেন, 'অযথা ভয় ছড়াবেন না। গোটা বিষয়টা গুরুত্ব সহকারে নজর রাখা হচ্ছে।’ করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলিতে ভ্রমণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। বিদেশ থেকে আগত পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভারত যে করোনা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত, সেই আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীও টুইট করে আশ্বস্ত করেছেন, ভয় পাওয়ার কিছু নেই। জরুরি কিছু পদক্ষেপ করতে হবে। এছাড়াও নিজেদের সুরক্ষার জন্য প্রত্যেককেই সচেতনতা অবলম্বন করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য মন্ত্রককে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। বুধবার তিনি টুইটারে বলেন, ‘করোনা ভাইরাস আমাদের জনগণ ও আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হয়, সরকার করোনা ভাইরাসের বিপদকে গুরুত্ব দিয়ে দেখছে না। সময়মতো পদক্ষেপ করা দরকার।' এই টুইটের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টও দিয়েছেন তিনি। তবে পাল্টা জবাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি টুইট করেন, ‘আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করেছি।' রাহুল গান্ধীর উদ্দেশে তিনি বলেন, 'উনি একজন সিনিয়র নেতা এবং একজন গুরুত্বপূর্ণ নেত্র্রীর পুত্র। আমি এই নিয়ে কোনও সমালোচনা করতে চাই না।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + one =