নয়াদিল্লি: নতুন রেকর্ড গড়ল দেশের করোনা পরিস্থিতি। জানা যাচ্ছে গত একদিনে দেশজুড়ে আরও কুড়ি হাজার মানুষ এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিককালে এটাই করোনার সর্বাধিক সংক্রমণের রেকর্ড। চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারিতে করোনার তৃতীয় ঢেউয়ের সময় শেষবার দেশ এত সংখ্যক দৈনিক আক্রান্ত দেখেছিল দেশ। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করোনার চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট জানান দিচ্ছে গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। এক ধাক্কায় সংক্রমণ বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক সংক্রমনের হারও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে খবর। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে দেশজুড়ে করোনার সক্রিয় রোগী তথা অ্যাক্টিভ কেসের সংখ্যা আরো ৩৬১৯ বৃদ্ধি পেয়ে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৭৬ জন।
তবে আগের দিনের থেকে কিছুটা কমেছে মৃতের হার। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে নতুন করে করোনার বলি হয়েছেন আরো ৩৮ জন। মৃত এবং আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে অবস্থান করছে দক্ষিণের রাজ্য কেরল। কেরলে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৪৫ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১৬ জনের। এরপরেই অবস্থান আমাদের রাজ্য বাংলার। বাংলায় গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৭৯ জন, অন্যদিকে মৃত্যু হয়েছে চার জনের। এদিকে ২৫৭৫ জন দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে মহারাষ্ট্রের। তবে এই রাজ্যে গত একদিনে বেশ কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা। জানা যাচ্ছে মারাঠাভূমিতে গত একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন। অন্যদিকে এদিন দেশজুড়ে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৪৮২ জন।