দেশে NRC প্রক্রিয়া অগ্রাধিকার পাবে, সংসদ ভাষণে জানালেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: সংসদের যৌথ অধিবেশনে জাতীয় নিরাপত্তা থেকে এনআরসি, সার্জিক্যাল স্ট্রাইক থেকে বালাকোট প্রসঙ্গ তুলে ধরে মোদি সরকারের প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ভাষণে জাতীয় নিরাপত্তায় বিষয়ে আগামী পাঁচ বছরে মোদি সরকার অগ্রাধিকার দেবে বলেও আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি৷ পুলওয়ামা হামলা থেকে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষ্যেও পদক্ষেপ নেওয়া কথাও জানান৷ একই সঙ্গে দেশে অনুপ্রবেশ সমস্যা রুখতেও

2eb867a53d5a3479b919eb57d1f478cd

দেশে NRC প্রক্রিয়া অগ্রাধিকার পাবে, সংসদ ভাষণে জানালেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: সংসদের যৌথ অধিবেশনে জাতীয় নিরাপত্তা থেকে এনআরসি, সার্জিক্যাল স্ট্রাইক থেকে বালাকোট প্রসঙ্গ তুলে ধরে মোদি সরকারের প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ভাষণে জাতীয় নিরাপত্তায় বিষয়ে আগামী পাঁচ বছরে মোদি সরকার অগ্রাধিকার দেবে বলেও আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি৷ পুলওয়ামা হামলা থেকে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষ্যেও পদক্ষেপ নেওয়া কথাও জানান৷ একই সঙ্গে দেশে অনুপ্রবেশ সমস্যা রুখতেও এনআরসির উপরও সওয়াল করেন৷

ভারতের অভ্যন্তরিন নিরাপত্তা নিয়ে রাষ্ট্রপতি বলেছেন, প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক ও পরে সীমান্তের ওপারে জঙ্গিদের ঘাঁটিগুলিতে বিমান হানা চালিয়ে ভারত তার সক্ষমতার পরিচয় দিয়েছে৷ দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবিষ্যতেও সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে৷ আমার সরকার কাছে জাতীয় নিরাপত্তাই সবচেয়ে অগ্রাধিকারের বিষয়৷ সেজন্য সন্ত্রাসবাদ ও মাওবাদীদের দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ অনুপ্রবেশ অভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় বিপদ হয়ে উঠেছে৷ এতে দেশের বহু অংশে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে৷ অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জাতীয় নাগরিকপঞ্জী প্রক্রিয়া অগ্রাধিকারের ভিত্তিতে রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে৷ অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে তোলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *