ইভিএমে ভোট গণনায় গোলমাল, কেলেঙ্কারির পর্দাফাঁস কংগ্রেসের

নয়াদিল্লি: সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলল কংগ্রেস৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ভোট গণনায় সময় অন্তত ৩৭০টির বেশি আসনে ইভিএমের গোলমাল ধরা পড়েছে৷ আর এই খবর প্রকাশিত হতেই কংগ্রেসের তরফে ট্যুইট করে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়৷ ওই প্রতিবেদনে জানানো হয়েছে, মোট ভোটদান আর ইভিএমের ভোটের মধ্যে ফারাক

73cf431dfcfa38c5f783a6649ebf9f2e

ইভিএমে ভোট গণনায় গোলমাল, কেলেঙ্কারির পর্দাফাঁস কংগ্রেসের

নয়াদিল্লি: সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলল কংগ্রেস৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ভোট গণনায় সময় অন্তত ৩৭০টির বেশি আসনে ইভিএমের  গোলমাল ধরা পড়েছে৷ আর এই খবর প্রকাশিত হতেই কংগ্রেসের তরফে ট্যুইট করে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়৷

ইভিএমে ভোট গণনায় গোলমাল, কেলেঙ্কারির পর্দাফাঁস কংগ্রেসেরওই প্রতিবেদনে জানানো হয়েছে, মোট ভোটদান আর ইভিএমের ভোটের মধ্যে ফারাক রয়েছে৷ কংগ্রেসের দাবি, এই খবর যদি মিথ্যা হয়, তাহলে কমিশনের উচিত ব্যাখ্যা দেওয়া৷ কিন্তু, কেন এই হিসেবে ফারাক? কমিশন কেন তা স্পষ্ট করছে না৷

লোকসভা ভোটের ফলাফল মেনে নিলেও এবার ইভিএমে কারচুপির অভিযোগ তুলে দেশজুড়ে ফের বিজেপি বিরোধী প্রচারে ঝাঁপাতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস৷ এই বিষয়ে বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা হচ্ছে কংগ্রেসের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *