নয়াদিল্লি: নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ, গবেষক, অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল৷ নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদকে বামপন্থী বলে কটাক্ষ মোদি সরকারের মন্ত্রীর৷
আজ শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে আপনার তো জানেন৷ ওঁর চিন্তা ভাবনা কী? জানানে৷ উনি ন্যায় প্রকল্প নিয়ে বড়বড় কথা বলেছিলেন৷ গুনগেয়েছিলেন৷ তাঁর সেই ন্যায় প্রস্তাব খারিজ করে দিয়েছে মানুষ৷ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা সম্পূর্ণ বামপন্থী৷’’
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় বাণিজ্য বাণিজ্যমন্ত্রীর মুখে অভিজিতবাবুর নামটা উঠেছে এটাই যথেষ্ট না৷ এদের থেকে আর কী আশা করা যায়৷ যারা গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে, তারা এই অর্থনীতিবিদের মর্যাদা কী দেবে? কেন্দ্রীয় মন্ত্রীর সার্টিফিকেট বামপন্থীদের প্রয়োজন হয় না৷’’
কংগ্রেসের রাজ্যসভার সংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক৷ এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না৷ একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ করা যায় এটা ভাবতেও আঘাত লাগছে৷ একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ ন্যায় প্রকল্পের ভাবনা ভেবেছিলেন৷ আর তাঁকে নিয়ে এভাবে রাজনীতির হচ্ছে সেটা অন্যায়৷ দুর্ভাগ্যজনক৷ দেখলেও হতাশ লাগে৷’’