মুম্বই: বিজ্ঞপ্তি দিয়ে আগেই কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের ‘মহারাজ’ এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করা হবে৷ সরকারি এই বিমান সংস্থা বিক্রির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হয়নি দেশের রাজনীতির ময়দানে৷ এবার সেই বিতর্ক বেশ খানিকটা কেন্দ্রের হাতে থাকা এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ প্রকাশ করল টাটা গোষ্ঠী৷
কেন্দ্রের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এয়ার ইন্ডিয়া কেনার জন্য আবেদনপত্র জমা দেওয়া শেষ তারিখ ১৭ মার্চ৷ তবে আবেদন করলেই মিলবে না বিমান সংস্থার মালিকানা৷ রয়েছে কিছু শর্ত৷ যে সংস্থা এয়ার ইন্ডিয়ার দায়িত্ব দেবে, সেই সংস্থাকে ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝাও নিতে হবে৷ বিপুল আর্থিক বোঝা-সহ কে এই সংস্থার দায়িত্ব দেবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সেক্ষেত্রের কেন্দ্রের ইচ্ছা, বিলগ্নিকরণ হলে কোনও দেশীয় সংস্থার তা তুলে দেওয়া৷ কিন্তু ইচ্ছা থাকলেও বিপুল দেনায় নিতে নারাজ বহু সংস্থা৷
কিন্তু বাজারের অনুমান ছিল, খুব সম্ভবত টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া ইন্ডিয়া সংস্থার দায়িত্বভার নিজের হাতে তুলে নিতে পারে৷ অবশেষে সেই জল্পনার অবসান৷ সরকারি এই সংস্থা কেনার জন্য এবার আগ্রহ জানাল টাটা গোষ্ঠী৷ সূত্রের খবর, বিমান সংস্থা কিনে টাটা গোষ্ঠী গাঁটছড়া বাঁধতে পারে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে৷ বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে৷ এর আগে ১৯৩২ সালে জেআরডি টাটা একটি বিমান সংস্থার প্রতিষ্ঠা করেন৷ টাটা এয়ারলাইন্স নামও দেওয়া হয়৷ কিন্তু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা পরিবর্তিত হয় পাবলিক লিমিটেড সংস্থায়৷ তখন নাম রাখা হয়েছিল এয়ার ইন্ডিয়া৷