‘আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকব না’- লেখা পোস্টার, লকডাউন লঙ্ঘনকারীদের জন্য প্রশাসনের নয়া দাওয়াই

সোমবার থেকে সংক্রমণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ সহ দেশের এমন অন্তত ২০টি রাজ্যের মোট ৮১টি জেলায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। কোথাও সম্পূর্ণ আবার কোথাও অর্ধেক লকডাউন চলবে। এরজন্য রীতিমতো আইনসম্মত নিয়মবিধিও ঘোষণা করা হয়েছে। আইন অমান্য করলে কোন কোন ধারায় সাজা হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

কলকাতা: সোমবার পর্যন্ত দেশব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫। কলকাতায় করোনা আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যুর পর দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। আগে থেকেই লকডাউনের চিন্তা ভাবনা শুরু করেছিল কয়েকটি রাজ্য। আজ সোমবার থেকে সংক্রমণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ সহ দেশের এমন অন্তত ২০টি রাজ্যের মোট ৮১টি জেলায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। কোথাও সম্পূর্ণ আবার কোথাও অর্ধেক লকডাউন চলবে। এরজন্য রীতিমতো আইনসম্মত নিয়মবিধিও ঘোষণা করা হয়েছে। আইন অমান্য করলে কোন কোন ধারায় সাজা হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এরপরেও কোনো হেলদোল নেই সাধারণ মানুষের মধ্যে। বিশেষত যুবসমাজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাই এবার জোরদার পদক্ষেপ নিতে রাস্তায় নেমে পড়েছে পুলিশ।

লকডাউন আমান্যকারীদের প্রাথমিক সাজা হিসেবে পরীক্ষামূলকভাবে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ প্রশাসন। মধ্য প্রদেশের মন্দসৌরে লকডাউন লঙ্ঘন করে প্রয়োজন ছাড়া কেউ রাস্তার ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদের পর তাদের হাতে একটি করে পোস্টার ধরিয়ে দিচ্ছে পুলিশ। যেখানে লেখা আছে, 'আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকব না'। রাজ্যের যে সমস্ত এলাকায় ১৪৪ ধারা জারি আছে সেখানে আইন লঙ্ঘনকারীদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।  উত্তরপ্রদেশের কয়েকটি এলাকাতেও এই ধরণের পোস্টার ধরানো হচ্ছে লকডাউন লঙ্ঘনকারীদের হাতে বলে এএনআই সূত্রে খবর। 

এদিকে এই অনিয়মের প্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে কার্ফু ঘোষণা করেছে পঞ্জাব সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সর্বত্র কার্ফু কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।  সমস্ত জরুরি পরিষেবাকে এই কার্ফুর আওতার বাইরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 8 =