বদলে গেল লকডাউন ছাড়ের নির্দেশ, নয়া নির্দেশিকা কেন্দ্রের

বদলে গেল লকডাউন ছাড়ের নির্দেশ, নয়া নির্দেশিকা কেন্দ্রের

নয়াদিল্লি: ফের বদলে গেল স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা৷ অরেঞ্জ জোনে ছাড় নিয়ে নতুন ব্যাখ্যা দিল কেন্দ্র৷ জেলায় এবং এক জেলায় অন্য জেলায় বাস চলাচল করবে না৷ অরেঞ্জ জোনে ট্যাক্সি ও ক্যাবে সর্বোচ্চ দু’জন যাত্রী থাকতে পারবেন৷ এক জেলা থেকে অন্য জেলায় অনুমতি রয়েছে এমন ক্ষেত্রে যাতায়াত মিলবে৷ চার চাকার ক্ষেত্রে চালক-সহ সর্বাধিক দু’যাত্রী থাকবে৷ আগে যে সমস্ত ক্ষেত্রে ছাড় ছিল, সেগুলি বহাল থাকবে৷ পরিস্থিতি প্রয়োজনে ছাড় নিয়ন্ত্রণ করতে পারবে রাজ্য সরকার৷

অরেঞ্জ জোনে ছাড় নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ জেলায় ও এক জেলা থেকে অন্য জেলায়, এই দুটি ক্ষেত্রে বাস চলাচল করবে না৷ অরেঞ্জ জোনে ট্যাক্সি ও ক্যাবে চালক ও দু’যাত্রী থাকতে পারবেন৷ এক জেলা থেকে অন্য জেলায় অনুমতি রয়েছে এমন ক্ষেত্রে যাতায়াত করা যাবে৷ চার চাকার গাড়ির ক্ষেত্রে চালক ও সর্বাধিক দু’জন যাত্রী থাকতে পারবেন৷ বাকি যেসব ক্ষেত্রে ছাড় ছিল৷ তা বহাল থাকবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে৷

গতকাল নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়, গ্রিন ও অরেঞ্জ জোনে ছাড় দেওয়া হলেও সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত জরুরিকালীন ক্ষেত্র ছাড়া বাইরে থাকা যাবে না বলে জানানো হয়৷ সমস্ত জোনে ৬৫ বছরের অধিক বয়সি মানুষ ও ১০ বছরের কম বয়সি শিশু বাইরে বেরোতে পারবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =