জামাকাপড় কিংবা বিছানার চাদর, ছড়াতে পারে করোনা, কৃষি গাইডলাইন কেন্দ্রের

জামাকাপড় কিংবা বিছানার চাদর, ছড়াতে পারে করোনা, কৃষি গাইডলাইন কেন্দ্রের

নয়াদিল্লি: কীভাবে ছড়াতে পারে করোনা? এবার চাঞ্চল্যকর তথ্য জানিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করল কেন্দ্র৷ সংক্রমণ থেকে দূরে থাকতে বেশ কিছু সহজ দাওয়াই ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রের সচেতনতামূলক প্রচারে জামাকাপড় কিংবা বিছানার চাদর থেকে করোনা সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ তবে, আতঙ্ক নয়, করোনা রুখতে সাধারণ জনতার মধ্যে সচেতনতার বার্তা দিতেই প্রচার শুরু করেছে কেন্দ্র৷ একই সঙ্গে কৃষি সংক্রান্ত কাজে ছাড় দেওয়া হলেও সংক্রমণ রুখতে জারি করা হয়েছে একগুচ্ছ গাইডলাইন৷

সংবাদপত্র থেকে টাকা, কার্ডবোর্ড থেকে করোনার ছড়াতে পারে না আগেই জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক৷ এবার সাধারণ জনতার প্রশ্নের জবাবে আইসিএমআরের তরফে জানানো হয়েছে, জামাকাপড় কিংবা বিছানার চাদর থেকে করোনার ছড়াতে পারে৷ তবে ভাইরাস বেঁচে থাকার স্থায়িত্ব অত্যন্ত কম৷ মনে রাখতে হবে, একমাত্র সংক্রমিত ব্যক্তির থেকে আসা জীবাণুর জামাকাপড়ে পড়লে, তবেই তা ছড়াতে পারে৷ আর তা না হলে সংক্রমণের আশঙ্কা শূন্য৷

আইসিএমআরের সহজ দাওয়াই, কখনও নোংরা জামাকাপড় পরবেন না৷ ডিটারজেন্ট দিয়ে ভালো করে জামাকাপড় ধুয়ে নিলেই উধাও হয়ে যাবে সমস্ত ভাইরাস৷ প্রপ্রয়োজনে সামান্য ব্লিচিং ব্যবহার করা যাতে পারে৷ বেশি ব্লিচিং ব্যবহার করলে  জামাকাপড় নষ্ট হওয়ার আশঙ্কাও থাকছে৷ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে থেকে এসে জামাকাপড় কেচে দেওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক৷

কৃষি ক্ষেত্রে প্রকাশিত গাইডলাইনে জানানো হয়েছে, ফসল কাটার সময় অবশ্যই মাস্ক বা গামছা দিয়ে নাক মুখ ঢেকে রাখতেই হবে৷ অন্তত দু’মিটার দূরে থেকে কাজ করতে হবে৷ কোদাল থেকে খুরপির মতো যন্ত্র তিন-চারবার ধুয়ে রাখারও বার্তা দেওয়া হয়েছে৷ একজনের যন্ত্রপাতি অন্যজন ব্যবহার না করাও অর্জি জানানো হয়েছে৷ খাবার আদানপ্রদান করা বন্ধ রাখার কথাও বলা হয়েছে৷ প্রতিদিন কাচা কাপড়জামা পরে মাঠে কাজে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷ শস্য ঝাড়াই করার সময় তা যেন মাটিতে না পড়ে, নিশ্চিত করতে বলা হয়েছে৷ ফসল কমপক্ষে ৪৮ ঘণ্টা রোদে রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =