নয়াদিল্লি: দেশে ফিরতে চলেছেন উয়ং কম্যান্ডার অভিনন্দন৷ ওয়াঘা সীমান্ত থেকে উয়ং কম্যান্ডারকে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে৷ ওয়াঘা সীমান্তে দীর্ঘসময় ধরে তাঁকে আটকে রাখা হয়েছে বলে খবর৷ দু’দেশের মধ্যে প্রত্যাবর্তন প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে ভারতে হাতে তুলে দেওয়া হবে বলে খবর৷ চলছে মেডিক্যাল পরীক্ষা৷ শুক্রবার সন্ধ্যায়, আটারি সীমান্তে বেশ কিছু সময় তাঁকে আটকে রাখে জেরা ও বিভিন্ন সই-সাবুদ করিয়ে নেওয়া হচ্ছে৷ গোটা প্রক্রিয়া চলে প্রায় দু’য়েক৷ পরে ওয়াঘা সীমান্তে ভারতে আনা হবে তাঁকে৷ দেওয়া হবে সংর্বধনা৷ বীর জওয়ানকে দেখতে ভিড় জমান বহু মানুষ৷ পোড়ানো হয় বাজি৷ ছেলেকে স্বাগত জানাতে হাজির গর্বিত বাবা-মাও৷
উয়ং কম্যান্ডার বর্তমানের প্রত্যাবর্তনের মুক্তি দেওয়ার ঘোষণা পাক সংসদে আগেই জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আজ, অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা থাকলেও একের পর এক পাক নাটকে বিলম্ব হয় অভিনন্দন বর্তমানের দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া৷ আজ দুপুরে দেশে ফেরানোর কথা থাকলেও পাকিস্তানের তরফে তিনবার বিবৃতি বদল করা হয়৷ পরে, জানিয়ে দেওয়া হয়, অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তন হতে সন্ধ্যা হয়ে যাবে৷ পরে, আজ বিকালে আটারি সীমান্তে আনা হয় তাঁকে৷ সেখানেই ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলে৷ পরে, জানিয়ে দেওয়া হয়, রাত আটটা নাগাদ তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে৷
জানা গিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহৌর হয়ে ভারতে ফেরানো হয় অভিনন্দনকে৷ সড়কপথে ওয়াঘা সীমান্তে দিয়েই দেশে পা রাখবেন তিনি৷ সেখান থেকে বিমানে দিল্লি নিয়ে আসা হবেন বায়ুসেনার পাইলটকে৷ ইতিমধ্যেই তাঁকে বরণ করতে ওয়াঘা সীমান্তে শুরু হয়েছে উৎসব৷