মুম্বই: প্রকাশ্য রাস্তায় কাশি। করোনা আতঙ্কে, এক যুবককে পিটিয়ে মারল জনতা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণের বাসিন্দা ৩৪ বছরের গণেশ গুপ্তা বুধবার বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে রাস্তায় বেরিয়েছিলেন। পথে কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে অন্য একটি গলি দিয়ে দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ কাশতে শুরু করেন তিনি। আর তাতেই বাধে বিপত্তি। প্রকাশ্য রাস্তায় কেন কেশেছে তা নিয়ে কয়েকজন পথ চলতি মানুষের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। কয়েকজন তাঁকে করোনা আক্রান্ত তকমাও দেয়। বচসার মধ্যেই হঠাৎ করে কিছু জন তাঁর উপর চড়াও হয়ে মারধর শুরু করে। আহত হয়ে রাস্তার ধারে ড্রেনে পড়ে যান তিনি। তাঁর মৃত্যু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালায়।
এরপর খবর পেয়ে স্থানীয় খাদাকপাডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিযেছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ভারতে সব থেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে৷ ভারতে মহারাষ্ট্রে করোনায় সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রে ৬,৪৩০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ ২৮৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এশিয়ার বৃহত্তম জন ঘনবসতিপূর্ণ ধারাভিতে ২১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ শুধু ধারাবি বস্তিতে ২৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১৪ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷