মন কি বাতের অনুষ্ঠানে গিয়ে কেঁদে ভাসালেন যোগী, কেন জানানে?

লখনউ: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মরণ করতে গিয়ে কেঁদেই ফেললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ লখনউতে একটি অনুষ্ঠানে গিয়েছে কেঁদে ফেলে মুখ্যমন্ত্রী৷ লখনউতে ‘যুবা কি মন কি বাত’ অনুষ্ঠানে একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আদিত্যনাথকে প্রশ্ন করেন, “পুলওয়ামার ঘটনায় সমস্যা সমাধানের জন্য আপনার সরকার কী করছে?” উত্তরে আদিত্যনাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাসবাদ

88d0294a0eaae38aca7774242fe38c52

মন কি বাতের অনুষ্ঠানে গিয়ে কেঁদে ভাসালেন যোগী, কেন জানানে?

লখনউ: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মরণ করতে গিয়ে কেঁদেই ফেললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ লখনউতে একটি অনুষ্ঠানে গিয়েছে কেঁদে ফেলে মুখ্যমন্ত্রী৷

লখনউতে ‘যুবা কি মন কি বাত’ অনুষ্ঠানে একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আদিত্যনাথকে প্রশ্ন করেন, “পুলওয়ামার ঘটনায় সমস্যা সমাধানের জন্য আপনার সরকার কী করছে?” উত্তরে আদিত্যনাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “প্রদীপ নিভে ওঠার আগে একটু বেশিই জ্বলে ওঠে! কাশ্মীরে যা ঘটছে তা খানিক তেমনই। সন্ত্রাসবাদ এখন শেষের মুখে। নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসবাদকে শেষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’’

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য শুনে উপস্থিত দর্শক শ্রোতাদের হাততালিতে ভরে যায় প্রেক্ষাগৃহ। পরবর্তী প্রশ্ন আসার আগেই আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর গেরুয়া আলখাল্লা থেকে নিজস্ব রুমালটি বের করে নাক মোছেন৷ তারপর একহাতে মাইক ধরে রুমাল দিয়ে চোখে জলও মুছতে দেখা যায় তাঁকে৷ চোখ মুছতে মুছতে যোগী বলেন, ‘‘পুলওয়ামার আক্রমণের ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত গতিতে কাজ করেছে ও ৪৮ ঘণ্টার মধ্যে ষড়যন্ত্রকারীকে হত্যাও করেছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *