জঙ্গি সন্দেহে এটিএসের হাতে কিশোর-সহ ধৃত নয়

মহারাষ্ট্র: জঙ্গি সন্দেহে এক কিশোর সহ নয় জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াডের বা এটিএস৷ ধৃত ৯ জনের বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন আইএসআইএস-র সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানায় এটিএস৷ ধৃতদের মধ্যে একটি ১৭ বছর বয়সী কিশোর রয়েছে৷ ধৃতদের কাছ থেকে অস্ত্রসহ বহু সিম কার্ড, মোবাইল ফোন, বিষ্ফোরক বানানোর সরঞ্জাম, হার্ড

ef4fb27b5238d7a6c2b645d38aff7e12

জঙ্গি সন্দেহে এটিএসের হাতে কিশোর-সহ ধৃত নয়

মহারাষ্ট্র: জঙ্গি সন্দেহে এক কিশোর সহ নয় জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াডের বা এটিএস৷ ধৃত ৯ জনের বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন আইএসআইএস-র সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানায় এটিএস৷

ধৃতদের মধ্যে একটি ১৭ বছর বয়সী কিশোর রয়েছে৷ ধৃতদের কাছ থেকে অস্ত্রসহ বহু সিম কার্ড, মোবাইল ফোন, বিষ্ফোরক বানানোর সরঞ্জাম, হার্ড ড্রাইভসহ আরও কিছু সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার থানে ও ঔরঙ্গাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাঁদের পাকড়াও করে মহারাষ্ট্র এটিএস৷ এরা প্রথমে এটিএস-এর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেও পরে ধরা পরে যায় দুঁদে আধিকারিকদের হাতে৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ১২০-র বি ধারায় মামলা রুজু করার পাশাপাশি ইউএপিএ, আনলফুল অ্যক্টিভিটি-সহ একাদিক মামলা দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *