মুম্বই : পিএম নরেন্দ্র মোদি ফিল্মটির মুক্তির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করছে না নির্বাচন কমিশন। এ বিষয়টি তারা সেন্সর বোর্ডের ওপরই ছেড়ে দিয়েছে৷ বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছিল, ফিল্মটির মুক্তি নির্বাচনী বিধি ভঙ্গ করছে। কমিশন জানিয়েছে, সেন্সর বোর্ডই এনিয়ে সিদ্ধান্ত নেওয়া উপযুক্ত।
উমং কুমার পরিচালিত পিএম নরেন্দ্র মোদির মুক্তি পাওয়ার কথা ৫ এপ্রিল। তবে মুক্তি পিছিয়ে দেওায় হবে নাকি বিষয়টি সেন্সর বোর্ডের কাছে পাঠানো হবে, সরকারিভাবে সেই সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। সোমবার মুম্বই হাইকোর্ট এই ছবির মুক্তির বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে।