লটারি পেলেন কনস্টেবল, রাতারাতি বদলে গেল যুবকের জীবন

চণ্ডীগড়: একেই বলে কপাল! রাতারাতি কোটিপতি বনে গেলেন পঞ্জাবের এক কনস্টেবল৷ রাজ্য সরকারের নিউ ইয়ার লহরি বাম্পারে ২ কোটি টাকার পুরস্কার জিতলেন পাঞ্জাব পুলিশ কনস্টেবল বছর ৩০-এর অশোক কুমার৷ রবিবার খেলার ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল৷ হোশিয়ারপুর জেলার বাসিন্দা অশোক জানিয়েছেন, তিনি কখনও স্বপ্নেও ভাবেননি সরকারি চাকরি করেও কোটিপতি হবেন৷ তবে, এই জয় অশোকের সময়

লটারি পেলেন কনস্টেবল, রাতারাতি বদলে গেল যুবকের জীবন

চণ্ডীগড়: একেই বলে কপাল! রাতারাতি কোটিপতি বনে গেলেন পঞ্জাবের এক কনস্টেবল৷ রাজ্য সরকারের নিউ ইয়ার লহরি বাম্পারে ২ কোটি টাকার পুরস্কার জিতলেন পাঞ্জাব পুলিশ কনস্টেবল বছর ৩০-এর অশোক কুমার৷

রবিবার খেলার ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল৷ হোশিয়ারপুর জেলার বাসিন্দা অশোক জানিয়েছেন, তিনি কখনও স্বপ্নেও ভাবেননি সরকারি চাকরি করেও কোটিপতি হবেন৷ তবে, এই জয় অশোকের সময় ছিল না৷ টিকিট কাটার পর ওই লটারির টিকিট কেনার পরে তা হারিয়ে ফেলেন অশোক৷ সৌভাগ্যবশত পরে তিনি তা নিজের দপ্তরের তাঁর নিজের ড্রয়ার খুঁজে পান৷

লটারি পেলেন কনস্টেবল, রাতারাতি বদলে গেল যুবকের জীবন আজ ফলাফল প্রকাশ হতেই কোটিপতি হয়ে যান তিনি৷ পুরস্কার জিতে আপ্লুত অশোক জানাচ্ছেন, এই লটারি বাম্পার তাঁর জীবনটাই পুরোপুরি বদলে দিয়েছে৷ লটারি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন,  পাঞ্জাব স্টেট বাম্পার ২০১৯-এর টিকিট বিক্রি চলছে৷ গত ৮ জুলাই ড্র হয়৷ প্রথম পুরস্কার মূল্য তিন কোটি টাকা৷  এটি ভাগ করে দেওয়া হবে ২ বিজয়ীর মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 12 =