দৌড়ে এসে ছোট্ট ছেলেটি বলল, ‘তোমরা ভালো কাজ কর…’

মুম্বই: আসলে ওরা যা দেখে তাই বলে৷ তা সেই স্বস্তির হোক কিংবা অস্বস্তির৷ এবার সেই ছোট শিশুটির মুখ থেকে সেনার প্রশংসা শুনে চমকে উঠল গোটা নেশবিশ্ব৷ ভাইরাল কয়েক সেন্ডের ভিডিও৷ স্কুল থেকে ফেরার পথে রাস্তান জওয়ানকে দেখে হঠাৎ ছুটতে শুরু করল এক শিশু৷ জওয়ানকে স্যালিউট ঠুকে শিশুর মন্তব্য, ‘তোমরা ভালো কাজ কর…’৷ রাজপথে দাঁড়িয়ে ঘটে

দৌড়ে এসে ছোট্ট ছেলেটি বলল, ‘তোমরা ভালো কাজ কর…’

মুম্বই: আসলে ওরা যা দেখে তাই বলে৷ তা সেই স্বস্তির হোক কিংবা অস্বস্তির৷ এবার সেই ছোট শিশুটির মুখ থেকে সেনার প্রশংসা শুনে চমকে উঠল গোটা নেশবিশ্ব৷ ভাইরাল কয়েক সেন্ডের ভিডিও৷

স্কুল থেকে ফেরার পথে রাস্তান জওয়ানকে দেখে হঠাৎ ছুটতে শুরু করল এক শিশু৷ জওয়ানকে স্যালিউট ঠুকে শিশুর মন্তব্য, ‘তোমরা ভালো কাজ কর…’৷ রাজপথে দাঁড়িয়ে ঘটে যাওয়া এ দৃশ্য স্যতিই ভোলার নয়! অনুমান, দেশের জওয়ানরা কীভাবে বন্যা বিধ্বস্ত এলাকায় কাজ করছে তা সম্ভবত টিভিতে দেখেছিল ওই শিশু৷ ফলে, সামনে এক জওয়ানকে দেখে দৌড়ে এল ছোট্ট শিশুটি বলেই ফেলল, ‘‘তোমরা খুব ভালো কাজ কর৷’’ বলেই স্যালিউট৷ ছোট্ট শিশুর স্যালিউট ফিরিয়ে দিতে খুব দেরি করেননি গর্বিত জওয়ান৷ একমুখ হেসে বললেন, ‘ধন্যবাদ..’৷ মহারাষ্ট্রের বন্যায় গাঁবাঘের এই দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে ওই ছোট্ট শিশু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 15 =