কাশ্মীরি কবিতা শুনিয়ে বাজেট পেশ নির্মলার, দিলেন দেশ ভক্তির পাঠ

কাশ্মীরি কবিতা শুনিয়ে বাজেট পেশ নির্মলার, দিলেন দেশ ভক্তির পাঠ

নয়াদিল্লি:  অগস্ট মাস থেকে দেশ জুড়ে বিক্ষোভের আবহ। ৫ অগস্ট প্রথম জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপর সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাজেট শুরু করার আগে দেশের প্রতি শ্রদ্ধা জানাতে কাশ্মীরি কবিতা উল্লেখ করলেন। শুধু তাই নয়, সেই কবিতার মানেও তিনি বাজেট শুরু করার আগে বুঝিয়ে দেন। তিনি জানান, এই ভাবেই তিনি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। 

কাশ্মীরি কবিতার অর্থ বোঝাতে গিয়ে তিনি বলেন, আমার দেশ শালিমার বাগানের মত প্রানবন্ত, আমার দেশ ডাল লেকে ফুটে থাকা পদ্ম ফুলের মত। নওজওয়ানদের গরম রক্তের মত। আমার দেশ, তোমার দেশ। বিশ্বের সবথেকে সুন্দর দেশ।

এই লাইনগুলি পড়ার পর সীতারামণ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা যা কাজ করছি, তার সবটাই আমাদের দেশের জন্য।

বলা বাহুল্য, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীরে অস্থিরতা। সেই অস্থিরতা এখনও জারি। কোথাও কোথাও ইন্টারনেট পরিষেবা ফিরে এলেও, এখনও স্বাভাবিক হয়নি সবকিছু। ছ’মাস ধরে বন্দি হয়ে আছেন ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা, মেহবুবা মুফতির মত নেতা-নেত্রীরা। সম্প্রতি, আমেরিকার প্রতিনিধিরা এসে বলে গিয়েছেন, যাতে এদের দ্রুত ছেড়ে দেওয়া হয়। তাই বাজেট পেশে আগেই কাশ্মীরি ভাষায় দেশভক্তির এই কবিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =