কানপুর: কানপুরে লকডাউনের মধ্যেই রীতি মেনে গুরুদ্বারে বিয়ে হল এক দম্পতির। বিয়েতে সকলেই ফেস মাস্ক পরে এসেছিলেন। ফেস শিল্ড ছিল দম্পতির মুখেও। লকডাউনের মধ্যে পূর্ব নির্ধারিত দিনে বিয়ে হওয়াতে খুশি পরিবার থেকে নব দম্পতি।
বর নারাং জানিয়েছেন, আগে থেকে সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু করোনা আর লকডাউনের জন্য এই বিয়ে হবে কি না, সেই নিয়ে সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে যে বিয়েটা হতে পেরেছে, তাতেই খুশি। তিনি জানিয়েছেন, প্রথমে জেলা শাসকের কাছে যাই। সেখান থেকে অনুমতি নিয়েই বিয়েটা সম্পন্ন হয়। তবে এই বিয়েতে সব কিছু স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী হয়েছে।
কনে অদিতি জানিয়েছেন, এই পরিস্থিতি বিয়ে হতে পারায় তিনি খুশি। জানিয়েছেন, সব কিছু স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী করা হয়ে ছিল। গুরুদ্বারে সামাজিক দুরত্ব মানা হয়েছিল। শুধু তাই নয়, দুই পরিবার থেকে পাঁচ জন করে উপস্থিত ছিলেন। বাকিয়া ভার্চুয়ালভাবে উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, বিয়ের ফুলও স্যানেটাইজড করা হয়েছে। তবে মন খারাপ একটা কথাই ভেবে, তিনি আশা করেছিলেন, বন্ধুরা আসবে, পরিবারের সদস্যরা আসবেন। খুব মজা হবে। কিন্তু করোনা উপদ্রব যতদিন থাকবে, তা সম্ভব হবে না বলেই তিনি মনে করেছেন।