নীরবেই দেখে দিলেন বিজেপির লৌহ পুরুষ

নয়াদিল্লি: ২০১৪ সালে তিনিই বিজেপির প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে তিনিই এগিয়ে দিয়েছিলেন। অমিত শাহ বা যোগী আদিত্যনাথ নয়, এই সময়ের আগে বিজেপির স্টার প্রচারক বা অন্যতম প্রচারের মুখ ছিলেন ‘লৌহ পুরুষ’ লালকৃষ্ণ আদবানী। কিন্তু নরেন্দ্র মোদী দিল্লির নেতৃত্বভার নেওয়ার পর থেকেই একেবারে মুখে কুলুপ এঁটে বসেছেন বিজেপি সেই লোহার মানুষ। অথচ, ১৫তম লোকসভাতেও অর্থাত্ ২০০৯-১৪

নীরবেই দেখে দিলেন বিজেপির লৌহ পুরুষ

নয়াদিল্লি: ২০১৪ সালে তিনিই বিজেপির প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে তিনিই এগিয়ে দিয়েছিলেন। অমিত শাহ বা যোগী আদিত্যনাথ নয়, এই সময়ের আগে বিজেপির স্টার প্রচারক বা অন্যতম প্রচারের মুখ ছিলেন ‘লৌহ পুরুষ’ লালকৃষ্ণ আদবানী। কিন্তু নরেন্দ্র মোদী দিল্লির নেতৃত্বভার নেওয়ার পর থেকেই একেবারে মুখে কুলুপ এঁটে বসেছেন বিজেপি সেই লোহার মানুষ।

অথচ, ১৫তম লোকসভাতেও অর্থাত্ ২০০৯-১৪ সালের মধ্যেও তুমুল বাগ্মিতায় বিরোধী হয়েও বিপাকে ফেলেছিলেন সরকার পক্ষকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ১৬ তম লোকসভায় আডবাণীর উপস্থিতি ছিল চমকপ্রদ। বলতে গেলে প্রায় সব সময়ই সংসদে উপস্থিত থেকেছেন তিনি। কিন্তু কথা বলেছেন আগের বারের তুলনায় ৯৯ শতাংশ কম। উদাহরন হিসেবে বলা যায় ২০১২ সালের ৮ আগস্টের কথা। সেসময়ও অসমের অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে সরকার পক্ষের রীতিমতো ঘাম ঝরিয়েছেন তিনি। ওই একদিনের ভাষণেই প্রায় ৪,৯৫৭ শব্দ খরচ করেন। আর গোটা সময়কালে ৩৫,৩২৬টি শব্দ খরচ করেন। পরবর্তীকালে লোকসভার প্রচারেও সেই ঝড় ছিল অব্যাহত।

কিন্তু, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বদলে গেল সেই পরিস্থিতি। একরকম জোর করে পাঠিয়ে দেওয়া হল মার্গ দর্শকের আসনে। সেই থেকেই নিলেন মৌনব্রত। এমনকি শুক্রবার সংসদে যখন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছে, সম্পূর্ণ নির্বাক হয়েই কাটিয়ে দিলেন গোটা সময়। একটি শব্দও উচ্চারিত হয়নি মুখ থেকে। এদিকে, ফের আরও এক লোকসভার সময় হয়ে এসেছে। মুখ খুলুক আডবানী তিনি। চাইছে দলও। কিন্তু, নির্বাক থেকেই রাজনীতির বৈরাগ্য দশা থেকে নির্বাসনে যাবেন তিনি? চিন্তায় খোদ গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nine =