বেঙ্গালুরু: করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর ঘণ্টা দুয়েক দেহ বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকে। তারপরে আসে অ্যাম্বুল্যান্স। শুক্রবার এমন ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে।জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ৫৫ বছরের এক প্রৌঢ়ের নিজের বাড়িতেই মৃত্যু হয়। এরপর মৃতদেহ ঘরের বাইরে রাস্তায় ফেলে রাখা হয়। অ্যাম্বুল্যান্সের জন্য মৃতের পরিবার অপেক্ষা করতে থাকে। প্রায় দুই ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স আসে বলে জানা গিয়েছে।
মৃতের স্ত্রী বলেন, তাঁর স্বামীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। করোনা উপসর্গ শরীরে দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই চিকিৎসা চলছিল করোনার। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় অ্যাম্বুল্যান্স ডাকা হয়। প্রৌঢ়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে অন্য গাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। সেই কারণে তাঁকে বাড়ির বাইরে আনা হয়। বাড়ির বাইরে আনার পরেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, মৃত্যু হওয়ার পর যেহেতু করোনা আক্রান্ত, তাই দেহ নিয়ে যাওয়া হয়নি বাড়ির ভিতর। অ্যাম্বুল্যান্স চালকে দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করা হলে বলেন, রাস্তায় যানজট ছিল।এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে।
কর্নাটকের করোনা মোকাবিলার দায়িত্বে থাকা মন্ত্রী আর অশোক জানিয়েছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ওপর এখন চাপ যাচ্ছে। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা খতিয়ে দেখা হবে। বেঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অনিল কুমার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বেঙ্গালুরুতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। গত ২৪ শুধু বেঙ্গালুরুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন। শহরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৭৩ জনের। ১০৬ জন মারা গিয়েছেন। অন্যদিকে কর্নাটকে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৭১০ জন। মৃত্যু হয়েছে ২৯৩ জনের।