চিন সীমান্তে বড় বিমান নামিয়ে চোখ রাঙানি ভারতীয় বায়ুসেনার

ডোকালাম: সমান সমানে টেক্কা। ডোকালাম মালভূমির সঙ্গে সারা বছর সংযোগ রক্ষাকারী সড়ক নির্মাণ করে চাপ বাড়িয়েছে চিন। আবার, তারই পাল্টা অরুনাচল লাগোয়া চিন সীমান্তের খুব কাছেই অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড বা এলএলজি তৈরি করে চমকে দিয়েছে ভারতও। সম্প্রতি, সেখানে বায়ুসেনার সবচেয়ে বড় সামরিক পরিবহণ বিমান সেখানে নামিয়ে, সফল মহড়াও দিয়ে ফেলেছে ভারত। একদিকে সীমান্ত যেমন কার্যকলাপ

8282bc920f52b31f588423a88549b09e

চিন সীমান্তে বড় বিমান নামিয়ে চোখ রাঙানি ভারতীয় বায়ুসেনার

ডোকালাম: সমান সমানে টেক্কা। ডোকালাম মালভূমির সঙ্গে সারা বছর সংযোগ রক্ষাকারী সড়ক নির্মাণ করে চাপ বাড়িয়েছে চিন। আবার, তারই পাল্টা অরুনাচল লাগোয়া চিন সীমান্তের খুব কাছেই অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড বা এলএলজি তৈরি করে চমকে দিয়েছে ভারতও। সম্প্রতি, সেখানে বায়ুসেনার সবচেয়ে বড় সামরিক পরিবহণ বিমান সেখানে নামিয়ে, সফল মহড়াও দিয়ে ফেলেছে ভারত।

একদিকে সীমান্ত যেমন কার্যকলাপ বৃদ্ধি করছে চিন। তেমনি, ভারতও সীমান্ত অঞ্চলগুলিতে সামরিক বিমান ওঠানামার ব্যবস্থা করে ফেলেছে। এর ফলে মুহূর্তের বিনা নোটিশেই পৌঁছে যেতে পারবে ভারতীয় সেনা।আইএএফ ইস্টার্ন এয়ার কমান্ডের মুখপাত্র উইং কমান্ডার রত্মকর সিং জানা, সি-১৩০ ও এএন-৩২ বিমানের সঙ্গে দুটি ডর্নিয়ার ও একটি অ্যভেরো এয়ারক্রাফ্ট অবতরন করিয়ে ক্যাজুয়াল্টি ইভাকুয়েশন ও দুর্যোগ ব্যবস্থাপনার সফল মহড়াও শেষ করেছে বায়ুসেনা।

এর ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব অঞ্চলে সেনা ও সরঞ্জাম পরিবহনের সক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।এর আগে চিন সীমান্তের কাছে অরুনাচল প্রদেশের তুতিং এয়ারফিল্ডেও সি-১৭ গ্লোবমাস্টারও অবতরণ করিয়েছে বায়ুসেনা। শুধু তাই নয় গত সপ্তাহেও বায়ুসেনার হর্নবিল ঘাঁটি থেকে মহিলা ক্রুরা প্রথমবারের মতো তেজু এএলজি-তে বিমান নিয়ে সেখানে নামে। গুয়াহাটিতে অবস্থিত বিমানবাহিনীর ৫৯তম স্কোয়াড্রনকে এয়ার কমব্যাট, ট্রুপ মোতায়েন, এয়ারড্রপের মতো ব্যাকআপের কাজে প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *