স্বামীর কাটা মুণ্ড হাতে থানায় হাজির স্ত্রী

লখিমপুর : স্বামীর কাটা মুণ্ড ব্যাগে ভরে সটান থানায় হাজির মহিলা৷ দেখে থ দুঁদে পুলিশ কর্মীরা৷ হুমড়ি খেয়ে পড়ার অবস্থা৷ অসমের লখিমপুর জেলার ঢালপুর থানা এলাকার ঘটনা৷ জানা গিয়েছে, ৪৮ বছরের গুণেশ্বরী বারকাককতি ৫ সন্তানের মা৷ স্বামী ৫৫ বছরের মুথিরাম৷ প্রায়ই নেশা করত৷ মারধোর করত বলে অভিযোগ৷ পুলিশকে গুণেশ্বরী জানিয়েছেন, মঙ্গলবার অত্যাচারের মাত্র চূড়ান্ত পরিণতি

স্বামীর কাটা মুণ্ড হাতে থানায় হাজির স্ত্রী

লখিমপুর : স্বামীর কাটা মুণ্ড ব্যাগে ভরে সটান থানায় হাজির মহিলা৷ দেখে থ দুঁদে পুলিশ কর্মীরা৷ হুমড়ি খেয়ে পড়ার অবস্থা৷ অসমের লখিমপুর জেলার ঢালপুর থানা এলাকার ঘটনা৷

জানা গিয়েছে, ৪৮ বছরের গুণেশ্বরী বারকাককতি ৫ সন্তানের মা৷ স্বামী ৫৫ বছরের মুথিরাম৷ প্রায়ই নেশা করত৷ মারধোর করত বলে অভিযোগ৷ পুলিশকে গুণেশ্বরী জানিয়েছেন, মঙ্গলবার অত্যাচারের মাত্র চূড়ান্ত পরিণতি পেতেই কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করে সে৷ তারপর স্বামীর কাটা মুণ্ড ব্যাগে নিয়ে ৬ কিমি হেঁটে থানায় আত্মসমর্পন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =