ভারতে শুরু অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

মঙ্গলবার থেকেই ভারতে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। পুনের একটি হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার সম্ভাব্য টিকার পরীক্ষা-নিরীক্ষা চালাবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া

 

নয়াদিল্লি: ভারতে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু৷ পুনের একটি হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার সম্ভাব্য টিকার পরীক্ষা-নিরীক্ষা চালাবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া৷

আরও পড়ুন- BREAKING: সুখবর! অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন, মেট্রো

গত ৩ অগস্ট সেরামকে ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেলারেল অফ ইন্ডিয়া। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল হবে বলে জানা গিয়েছে। দেশের ১৭টি জায়গায় এতর পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয় বলে জানা গিয়েছে। ১৮ বছরের উর্ধ্বে মোট ১,৬০০ জনের ওপর করোনার ভ্যাকসিনের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- শেষ ৪ মাসে কত টাকার টিকিট বাতিল হয়েছে? RTI রিপোর্ট রেলের 

ভারতে মোট তিনটে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। কার মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ছাড়িয়ে গেল। তবে গত দুই দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমে গিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০,৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৪৮ জনের। বর্তমানে মোট সংক্রমিত ৩১,৬৭,৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৮,৩৯০ জনের। পাশাপাশি এও জানানো হয়েছে, দেশে এখন করোনা ভাইরাসের অ্যাক্টিভ কেস ৭,০৪,৩৪৮। এখনও অবধি সুস্থ হয়েছেন ২৪,০৪,৫৮৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =