কেন মর্গে ঢুকেছিলেন রিয়া, হাসপাতাল ও পুলিশকে নোটিশ মানবাধিকার কমিশনের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ফের নয়া বিতর্কের জন্ম নিল। জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দিন হাসপাতালের মর্গে প্রয়াত অভিনেতার অন্তিম দর্শনে পৌঁছেছিলেন রিয়া চক্রবর্তী। এই ঘটনায় কুপার হাসপাতাল কর্তৃপক্ষ ও মুম্বই পুলিশকে নোটিশ ধরাল মহারাষ্ট্রের রাজ্য মানবাধিকার কমিশন।

 

মুম্বই:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ফের নয়া বিতর্কের জন্ম নিল। জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দিন হাসপাতালের মর্গে প্রয়াত অভিনেতার অন্তিম দর্শনে পৌঁছেছিলেন রিয়া চক্রবর্তী। এই ঘটনায় কুপার হাসপাতাল কর্তৃপক্ষ ও মুম্বই পুলিশকে নোটিশ ধরাল মহারাষ্ট্রের মানবাধিকার কমিশন।

আরও পড়ুন- গালওয়ানে শহিদ কর্নেল স্ত্রীকে শেষবার বলেছিলেন, ‘সাহসী হও’

রাজ্য মানবাধিকার কমিশনের তরফে এম সৈয়দ জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও মুম্বই পুলিশকে নোটিশ পাঠানো হয়েছে। জানানো হয়েছে, কোন নিয়মে রিয়াকে মর্গে প্রবেশ করতে হল। জানা গিয়েছে, ১৫ জুন সকালে পরিবারের সঙ্গে রিয়া মর্গে গিয়েছিলেন। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দিষ্ট অনুমতি ছাড়া নিজের পরিবারের সদস্য ছাড়া অপর কেউ মর্গে প্রবেশ করতে পারে না। তাহলে কীভাবে রিয়াকে সেইদিন অনুমতি দেওয়া হল? জানতে চায় রাজ্য মানবাধিকার কমিশন। 

সুরোজিৎ সিং রাঠোর নামের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি সেদিন রিয়াকে হাসপাতালের ভিতর মর্গে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, সেখানে সুশান্তের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। তবে সন্দীপ সিং ছিলেন। সুরজ সিং সেই সময় রিয়ারে মর্গের ভিতর ঢোকার অনুমতি পাওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। সুরোজিৎ বলেন, তিনি যখন রিয়াকে নিয়ে মর্গে যান, রিয়া সুশান্তের মুখের সামনে থেকে সাদা চাদর নিজে সরান। সুশান্তের বুকের ওপর হাত রেখে বলেছিলেন ‘সরি বাবু’।

আরও পড়ুন- ‘LOC থেকে LAC, শত্রুদের তাদের ভাষাতেই জবাব দিয়েছে ভারত’, কড়া বার্তা নমোর

রিয়ার হাসপাতালের মর্গে যাওয়া নিয়ে সুশান্তের বাবার আইনজীবীও প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, সুশান্তের সঙ্গে যদি রিয়ার লিভ ইন রিলেশনশিপ থাকেও তা ৮ জুন অবধি বলে নিজে রিয়া জানিয়েছিল। তারপরেও পরিবারের অনুমতি না নিয়ে তিনি কি করে মর্গে ঢুকতে পারলেন। এই মামলায় ইডি মাদক পাচারেরও অভিযোগ পেয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আপতত এই মামলায় ইডি, সিবিআইয়ের পাশাপাশি যুক্ত হয়েছে এনসিবিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =