প্রাণে বাঁচতে নগ্ন অবস্থায় থানায় ছুটলেন গৃহবধূ, বাকিটা মর্মান্তিক

রাজস্থান: অসহায় এক গৃহবধূ প্রায় নগ্ন অবস্থায় থানার দিকে দৌড়ে যাচ্ছেন। কিন্তু তাঁকে সাহায্য করা তো দুরের কথা, উল্টে মোবাইলে ভিডিও তুলে রাখতে ব্যস্ত জনতা। এমনই এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের চুরু এলাকা। স্বামী দিনমজুরের কাজ নিয়ে অসমে থাকেন, ফলে তাঁর অবর্তমানে ননদ ও শাশুড়ি চরম শারীরিক অত্যাচার চালাতো। এদিনও ওই গৃহবধুকে মারধোর করে

প্রাণে বাঁচতে নগ্ন অবস্থায় থানায় ছুটলেন গৃহবধূ, বাকিটা মর্মান্তিক

রাজস্থান: অসহায় এক গৃহবধূ প্রায় নগ্ন অবস্থায় থানার দিকে দৌড়ে যাচ্ছেন। কিন্তু তাঁকে সাহায্য করা তো দুরের কথা, উল্টে মোবাইলে ভিডিও তুলে রাখতে ব্যস্ত জনতা। এমনই এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের চুরু এলাকা।

স্বামী দিনমজুরের কাজ নিয়ে অসমে থাকেন, ফলে তাঁর অবর্তমানে ননদ ও শাশুড়ি চরম শারীরিক অত্যাচার চালাতো। এদিনও ওই গৃহবধুকে মারধোর করে কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এদিনের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় নগ্ন অবস্থাতেই থানার দিকে দৌড় লাগান ওই মহিলা।

অভিযোগ, প্রতিবেশি থেকে রাস্তায় থাকা মানুষজন কেউ এগিয়ে আসেনি অসহায় ওই মহিলার সাহায্যে। বরং সকলেই নিজের মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল। এরপর পুলিশ ওই মহিলার নিরাপত্তার ব্যবস্থা করেন। চুরুর পুলিশ কর্তা জানিয়েছেন, ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। পাশাপাশি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে যাতে ওই সমস্ত ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =