জনগণনা হবেই, কিন্তু NRC হবে? সংসদীয় কমিটিকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

জনগণনা হবেই, কিন্তু NRC হবে? সংসদীয় কমিটিকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

 

নয়াদিল্লি: জনগণনা হবেই। তবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত নিতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে এনআরসি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দেশজুড়ে এনআরসি এবং এনপিআর-এ জনগণনা থমকে গিয়েছিল করোনার আতঙ্কে। কিন্তু গত কয়েক মাসে দেশে করোনার গ্রাফ ক্রমেই নিম্নমুখী। তাই এবার ফের শুরু হবে জনগণনার কাজ। সেই নিয়ে মানুষের মনে সৃষ্টি হয়েছে ভয়। এই বিষয়ে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাব চেয়েছিল সংসদীয় কমিটি। তবে তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জনগণনার সব তথ্যই গোপনীয়। শুধুমাত্র সমষ্টিগত তথ্য ছাড়া কোনও তথ্যই প্রকাশ্যে আনা হচ্ছে না। এনপিআর নিয়ে আগেই পরীক্ষা হয়ে গিয়েছে। তবে এনআরসি নিয়ে এখনও কোনোরকম সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার নেতৃত্বাধীন সংসদীয় কমিটি মঙ্গলবার এনপিআর সংক্রান্ত একটি পরিকল্পনা রাজ্যসভায় পেশ করেছে। এই কমিটি গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল, এনপিআর ও জনগণনা নিয়ে মানুষের মনে ভয়ের উদ্রেক হয়েছে। তবে এদিন রিপোর্ট পেশ করার পর কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘‘মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এনপিআর সংক্রান্ত একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী সমস্ত জনগণনা হবে।’’ কেন্দ্রীয় আরও জানিয়েছে, সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া ও অন্য সব ধরনের লিখিত মাধ্যমের ব্যবহার করা হবে।

সংসদীয় কমিটির পক্ষ থেকে জনগণনায় ভুলভ্রান্তি এড়ানোর জন্য আধার কার্ড ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এদিন কেন্দ্র তা নাকচ করে দিয়ে জানিয়েছে, “আধার কার্ড অন্যান্য সরকারি প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে। সেখানে অন্যভাবে তথ্য সংগ্রহ করা হয়। জনগণনার কাজে আধার কার্ড ব্যবহার করা যাবে না।” সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারণা সংগ্রহ করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। যাতে জনগণনার প্রক্রিয়া মসৃণ ভাবে এগোতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *