তাজমহলে শিবের পুজো দিয়ে শ্রীঘরে হিন্দু মহাসভার বড় নেতা

তাজমহলে শিবের পুজো দিয়ে শ্রীঘরে হিন্দু মহাসভার বড় নেতা

আগ্রা: মহাশিবরাত্রির সকালে তাজমহলের চত্বরে শিবপুজো দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক মহিলা-সহ মোট ৩ জনকে। জানা গিয়েছে, ওই ওই মহিলা স্থানীয় হিন্দু মহাসভার চেয়ারপার্সন। নাম মীনা দিবাকর। তিনি ও তার দুই সঙ্গীকে আটক করে তাজগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। এদিন সকালে তাজমহলের চত্বরে একটি বেঞ্চের সামনে ওই মহিলাকে দেখতে পায় কয়েকজন সিআইএসএফ কর্মী। কৌতূহলবশত কাছে গিয়ে তারা দেখতে পান, রীতিমতো মন্ত্র পড়ে তিনি শিবের পুজোয় ব্যস্ত। তৎক্ষণাৎ তাকে ও তার দুই সঙ্গীকে আটক করে সিআইএসএফ কর্মীরা। নিয়মানুসারে, মোঘল সম্রাট শাহজাহানের তৈরি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহলের চত্বরে সমস্ত রকম ধর্মীয় রীতি রেওয়াজ নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গের অভিযোগে ওই তিনজনকে আটক করে তাদের তাজগঞ্জ থানার হাতে তুলে দেয় সিআইএসএফ কর্মীরা।

খবর পেয়ে তড়িঘড়ি থানায় হাজির হন হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট এবং জেলা সভাপতি রৌনক ঠাকুর। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তদের। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে তাজমহলের চত্বরে হনুমান চালিশা পাঠ করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 9 =