ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি করা হচ্ছে রাজপথ

মেঘালয় : ভারতের প্রথম প্লাস্টিক ফ্রি শহরের তকমা পেয়েছে সিকিম৷ এবার সেই ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি করা হচ্ছে রাজপথ৷ উদ্যোগ মেঘালয় সরকারের৷ ফেলে দেওয়া প্লাস্টিক এক জায়গায় করে তাকে রিসাইকেলিং মেশিনে ফেলে তৈারি করা হচ্ছে রাস্তা তৈরির সরঞ্জাম৷ মেঘালয়ের আগে খাসি জেলার নঙ্গক্যানজঙ গ্রামে এই ভাবনাটি বাস্তবায়ন করা হয়৷ এবার মেঘালয়ের একাধিক রাজপথ তৈরি

150c10070938a950be59bd8c5d8f563e

ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি করা হচ্ছে রাজপথ

মেঘালয় : ভারতের প্রথম প্লাস্টিক ফ্রি শহরের তকমা পেয়েছে সিকিম৷ এবার সেই ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি করা হচ্ছে রাজপথ৷ উদ্যোগ মেঘালয় সরকারের৷

ফেলে দেওয়া প্লাস্টিক এক জায়গায় করে তাকে রিসাইকেলিং মেশিনে ফেলে তৈারি করা হচ্ছে রাস্তা তৈরির সরঞ্জাম৷ মেঘালয়ের আগে খাসি জেলার নঙ্গক্যানজঙ গ্রামে এই ভাবনাটি বাস্তবায়ন করা হয়৷ এবার মেঘালয়ের একাধিক রাজপথ তৈরি হবে ফেলে দেওয়া প্লাস্টিক থেকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *