আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় ভারতীয় খুদে পর্বতারোহীর

পুনে : আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর৷ উচ্চাতার ১৯ হাজার ৩৪১ ফুট৷ এবার সেই শৃঙ্গ জয় করলে নজির গড়ল ভারতীয় খুদে পর্বতারোহী৷ মাত্র ৯ বছর বয়সে পর্বত শৃঙ্গ জয়৷ এর আগে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পর্যন্ত অভিযান করেছে আদাভাইত ভারতিয়া৷ এই জয় খুব সহজ ছিল না৷ সেখানকার তাপমাত্রা মাইনাস ২১ থেকে ২৫ ডিগ্রি৷ অক্সিজেনের অভাব৷ অদম্য

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় ভারতীয় খুদে পর্বতারোহীর

পুনে : আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর৷ উচ্চাতার ১৯ হাজার ৩৪১ ফুট৷ এবার সেই শৃঙ্গ জয় করলে নজির গড়ল ভারতীয় খুদে পর্বতারোহী৷ মাত্র ৯ বছর বয়সে পর্বত শৃঙ্গ জয়৷ এর আগে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পর্যন্ত অভিযান করেছে আদাভাইত ভারতিয়া৷

এই জয় খুব সহজ ছিল না৷ সেখানকার তাপমাত্রা মাইনাস ২১ থেকে ২৫ ডিগ্রি৷ অক্সিজেনের অভাব৷ অদম্য সাহস দেখিয়ে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর জয় খুদে পর্বতারোহী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =