নয়াদিল্লি: অনলাইনে ওষুধ বিক্রির উপর স্থগিতাদেশ প্রত্যাহারে মঙ্গলবার রাজি হল না দিল্লি হাইকোর্ট। এদিন হাইকোর্ট বলল, কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানিয়েছেন, এধরনের সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের জন্য এখনও নিয়ম কানুন তৈরি হয়নি। পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে।
প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি ভি কে রাওয়ের বেঞ্চ বলেছে, ভারত সরকার পাল্টা হলফনামায় তাদের বক্তব্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বিধিবদ্ধ নিয়ম কানুন এখনও তৈরি হয়নি। সেই বক্তব্য মাথায় রেখে অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারে আমরা রাজি নই। এই স্থগিতাদেশ পরবর্তী শুনানির দিন পর্যন্ত জারি থাকবে।