নয়াদিল্লি: করোনা ভাইরাসের কিটের দাম নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, কেন্দ্র বেশি দামে করোনা পরীক্ষার কিট কিনেছে৷ এই নিয়ে বিরোধী পক্ষকে বিজেপিকে বিধঁতে ছাড়েনি৷ একে ভারতে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ তার মধ্যে কিট নিয়ে বিতর্ক৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামল দিল্লি হাইকোর্ট৷ করোনাভাইরাসের পরীক্ষার জন্য এক একটি কিটের দাম নির্ধারণ করল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, কিট প্রতি ৪০০ টাকা নির্দিষ্ট করেছে হাইকোর্ট। সোমবারই বিশেষ ভাবে উল্লেখযোগ্য এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট।
বর্তমান সময়ে এক একটি কিটের দাম ৬০০ টাকা করে নেওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছে আদালত। দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত লাভের থেকে জনস্বার্থ দেখা অনেক বেশি প্রয়োজনীয়। সেই কারণে অতিরিক্ত মুনাফা করার প্রবণতা এই সময় ছাড়তেই হবে। করোনা পরীক্ষার জন্য এক একটি কিটের দাম যেন জিএসটি নিয়ে ৪০০ টাকা না ছাড়ায়।’
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ৬০০ টাকা করে এই কিটগুলির অর্ডার দিয়েছিল। দিল্লি হাইকোর্টের হিসেবে করোনা পরীক্ষার জন্য এক একটি কিটের ল্যান্ডেড কস্ট প্রাইস ২৪৫ টাকা। তার ওপরে ১৫৫ টাকা লাভ থাকলে ৬১ শতাংশ লাভ হয়। সেই কারণে ৪০০ টাকায় কিট বিক্রি করা লাভজনক বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট।