চাদরে মুড়ে রোগীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেলেন স্বাস্থ্য কর্মী

জবলপুর: হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার দেওয়ার যাঁদের কাজ, তাঁরাই কিনা অমানবীক৷ পরিষেবা দেওয়ার জন্য মাসে মায়ে যাঁদের মোটা টাকায় বেতন দেওয়া হয়, তাই যখন নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন হতাশ হতে হয় জনতাকে৷ এবার সেই অমানবীক হতাশাজনক ঘটনার প্রমাণ থাকল খোদ মধ্যপ্রদেশের জবলপুর৷ চাদরে মুড়ে টেনে-হিঁচড়ে রোগীকে এক্স-রে রুমে নিয়ে গেলেন হাসপাতালকর্মী৷ নেতাজি সুভাষ

চাদরে মুড়ে রোগীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেলেন স্বাস্থ্য কর্মী

জবলপুর: হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার দেওয়ার যাঁদের কাজ, তাঁরাই কিনা অমানবীক৷ পরিষেবা দেওয়ার জন্য মাসে মায়ে যাঁদের মোটা টাকায় বেতন দেওয়া হয়, তাই যখন নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন হতাশ হতে হয় জনতাকে৷ এবার সেই অমানবীক হতাশাজনক ঘটনার প্রমাণ থাকল খোদ মধ্যপ্রদেশের জবলপুর৷ চাদরে মুড়ে টেনে-হিঁচড়ে রোগীকে এক্স-রে রুমে নিয়ে গেলেন হাসপাতালকর্মী৷

নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিক্যাল কলেজ৷ সেই হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে এক রোগীকে টানতে-টানতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক রোগীকে শুধুমাত্র বিছানার চাদরে মুড়ে টানতে-টানতে এক্স-রে রুমে নিয়ে যাচ্ছেন ওই কর্মী। ঘটনা সামনে আসতেই মেডিক্যাল কলেজের ডিন নবনীত সাক্সেনা জানিয়েছেন, যে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। তিনি আরও বলেন যে হাসপাতালে সবসময়ই উইলচেয়ার এবং স্ট্রেচার মজুত থাকে, তাও এমন কেন ঘটল তিনি জানেন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *