চিকিৎসক ধর্মঘটের জেরে ফের লাটে বাংলার স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি: কেন্দ্রের প্রস্তাবিত মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে জানিয়ে আজ বুধবার ২৪ ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷ জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত মেডিক্যাল পরিষেবা ধর্মঘটের আওতায় পড়েছে৷ আর তার জেরে বাংলার বেশিরভাগ হাতপাতালে লাটে উঠেছে পরিষেবা৷ সকাল ১০টার বেশি বেজে গেলেও এখনও খোলা হয়নি আউটডোর৷ কাতারে কাতারে রোগী অপেক্ষা করছেন ডাক্তারের অপেক্ষা৷ আউটডোরের

চিকিৎসক ধর্মঘটের জেরে ফের লাটে বাংলার স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি: কেন্দ্রের প্রস্তাবিত মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে জানিয়ে আজ বুধবার ২৪ ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷ জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত মেডিক্যাল পরিষেবা ধর্মঘটের আওতায় পড়েছে৷ আর তার জেরে বাংলার বেশিরভাগ হাতপাতালে লাটে উঠেছে পরিষেবা৷ সকাল ১০টার বেশি বেজে গেলেও এখনও খোলা হয়নি আউটডোর৷ কাতারে কাতারে রোগী অপেক্ষা করছেন ডাক্তারের অপেক্ষা৷ আউটডোরের টিকিট দেওয়া হলেও কলকাতা মেডিক্যাল হাসপাতার সহ বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা মেলেনি চিকিৎসকদের৷

বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন বিল৷ দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ও মেডিক্যাল শিক্ষায় দুর্নীতি রুখতে, সংস্কারমুখী পাঠ্যসূচি চালু করার লক্ষ্যে এই বিল আনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ মন্ত্রীর দাবি উড়িয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এই বিল আইনে পরিণত হলে মেডিক্যাল শিক্ষার গোটাটাই নিয়ন্ত্রণ করবে কেন্দ্র৷

বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, এমসিআইয়ের পরিবর্তে তৈরি হবে ৪টি স্তর বিশিষ্ট ন্যাশনাল মেডিক্যাল কমিশন৷ ডাক্তারি পাস করার পর চিকিৎসার ছাড়পত্র পেতে বিশেষ পরীক্ষার কথাও বিলে উল্লেখ করা হয়েছে৷ এর প্রতিবাদেই দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের পর ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের৷

কেন্দ্রের প্রস্তাবিত মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে সোমবার দিল্লির এইমসের চিকিৎসক ও মেডিক্যাল কলেজের পড়ুয়ারা তীব্র প্রতিবাদ জানান৷ দেখান বিক্ষোভ৷ যন্তর মন্তরে করা হয় মিছিল৷ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া তুলে দিয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশন তৈরির কেন্দ্রের সিদ্ধান্তকে বিরোধিতায় নেমেছেন চিকিৎসকদের বৃহদাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 12 =