মাত্র একটি অক্ষরের জন্য রেকর্ড হাতছাড়া রেলের

চেন্নাই: মাত্র একটি শব্দের জন্য দীর্ঘতম নামের রেলস্টেশনের তকমা হাতছাড়া হল চেন্নাই সেন্ট্রালের। গত ৫ এপ্রিল নতুন নামকরণ হয়েছে স্টেশনটির। নতুন নাম পুত্রাচি থালাইভার ডক্টর এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তামিলনাড়ুর প্রবাদপ্রতিম অভিনেতা তথা রাজনীতিক এম জি রামচন্দ্রনকে শ্রদ্ধা জানাতেই এই নামকরণ। স্টেশনের নামটিতে রয়েছে ৫৭টি অক্ষর। কিন্তু ওয়েলসের লানভেয়ারপুয়েলগুয়িনজিলগোগেয়ারউকর্যাটনড্রোবয়েল্যান্টিসিলোগোগোচ স্টেশনের নামে রয়েছে ৫৮টি

মাত্র একটি অক্ষরের জন্য রেকর্ড হাতছাড়া রেলের

চেন্নাই: মাত্র একটি শব্দের জন্য দীর্ঘতম নামের রেলস্টেশনের তকমা হাতছাড়া হল চেন্নাই সেন্ট্রালের। গত ৫ এপ্রিল নতুন নামকরণ হয়েছে স্টেশনটির।

নতুন নাম পুত্রাচি থালাইভার ডক্টর এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তামিলনাড়ুর প্রবাদপ্রতিম অভিনেতা তথা রাজনীতিক এম জি রামচন্দ্রনকে শ্রদ্ধা জানাতেই এই নামকরণ। স্টেশনের নামটিতে রয়েছে ৫৭টি অক্ষর। কিন্তু ওয়েলসের লানভেয়ারপুয়েলগুয়িনজিলগোগেয়ারউকর্যাটনড্রোবয়েল্যান্টিসিলোগোগোচ স্টেশনের নামে রয়েছে ৫৮টি অক্ষর। এটিই বিশ্বের দীর্ঘতম নামের রেলস্টেশন। একটিমাত্র অক্ষরের জন্য এই স্টেশনটির কাছে হেরে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে চেন্নাই সেন্ট্রালকে। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের আগের নাম ছিল মাদ্রাজ সেন্ট্রাল। শহরের সঙ্গে সঙ্গে নাম বদলেছে স্টেশনটিরও।

এর আগে ভারতের সবথেকে বড় নামের রেলস্টেশন ছিল অন্ধ্রপ্রদেশের বেঙ্কটনরসিংহরাজুবারিপেটা। দ্বিতীয় স্থানে ছিল ক্রান্তিবীর সাঙ্গোল্লি রায়ান্না বেঙ্গালুরু সিটি। যদিও, এটি বেঙ্গালুরু সিটি নামেই বেশি পরিচিত। ২০১৫ সালে একটি দেশীয় রাজ্যের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা এক সৈনিককে শ্রদ্ধা জানিয়েই নতুন নামকরণ করা হয়েছিল স্টেশনটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *