জাতীয় দলের তকমা হারাচ্ছে তৃণমূল? নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা: জাতীয় পার্টির তকমা হারাতে চলেছে তৃণমূল! সেই তালিকায় রয়েছে এনসিপি ও সিপিআই৷ লোকসভা নির্বাচনে তৃণমূল-এনসিপি-সিপিআইয়ের ফলের পর তাদের কাছে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, খবর জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে৷ সূত্রের খবর, কমিশনের তরফে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের জাতীয় পার্টির মর্যাদা প্রত্যাহার করা হবে না৷ এই মর্মে আগামী ৫ আগস্টের মধ্যে জবাব

জাতীয় দলের তকমা হারাচ্ছে তৃণমূল? নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা: জাতীয় পার্টির তকমা হারাতে চলেছে তৃণমূল! সেই তালিকায় রয়েছে এনসিপি ও সিপিআই৷ লোকসভা নির্বাচনে তৃণমূল-এনসিপি-সিপিআইয়ের ফলের পর তাদের কাছে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, খবর জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে৷

সূত্রের খবর, কমিশনের তরফে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের জাতীয় পার্টির মর্যাদা প্রত্যাহার করা হবে না৷ এই মর্মে আগামী ৫ আগস্টের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া বয়েছে বলে কমিশন সূত্রে খবর৷ ২০১৪ সালে এনসিপি ৬টি আসনে জয়লাভ করে৷ এবার তাদের দখলে গিয়েছে ৫টি আসন৷ মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনেও তাদের ফল খারাপ৷ যদিও এই বিষয়ে মুকুল রায়ের দাবি, ‘‘তৃণমূল এখন জাতীয় দলের মর্যাদা হারাতে চলেছে তৃণমূল৷ যা পরিস্থিতি তাতে আঞ্চলিক দলের তকমাও খোয়াতে চলেছে তৃণমূল৷’’ মুকুল রায় এই দাবি করলেও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

২০১৪ সালে তৃণমূল ৩৪টি আসন পেয়েছিল তৃণমূল৷ এবার ২০১৯-এর লোকসভায় ভোটের শতাংশ বাড়লেও কমেছে আসন৷ ৩৪ থেকে নেমে দাঁড়িয়েছে ২২টি আসনে৷ সিপিআই জিতেছে ২টি আসনে৷ গতবারও এনসিপি, বিএসপি ও সিপিআই জাতীয় পার্টির মর্যাদা হারাতে চলেছিল৷ কিন্তু কমিশন নিয়ম বদলানোর জন্য সেবার তারা রেহাই পায়৷ এবার ১০টি লোকসভা আসন ও কেয়েকটি বিধানসভা আসনে জেতায় বিএসপি বিপদ কেটেছে৷

কমিশনের নিময় বলছে, লোকসভার ভোটে চার কিংবা তার বেশি রাজ্যে কোনও দল ন্যূনতম ৬ শতাংশ ভোট পেলে ও লোকসভায় অন্তত ৪ সাংসদ থাকলে তবেই কোনও দল জাতীয় দল হতে পারে৷ লোকসভায় তাদের থাকতে হবে ২ শতাংশ সাংসদ৷ অন্তত তিনের বেশি রাজ্য থেকে সাংসদদের নির্বাচিত হতে হবে৷ ফলে, জাতীয় পার্টির তকমা হারানোর আশঙ্কা তৃণমূলের৷ এখন কংগ্রেস, বিজেপি, বিএসপি, সিপিএম, সিপিআই, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স, বিএসপি ও ন্যাশনাল পিপলস পার্টি অফ মেঘালয় জাতীয় পার্টি হিসেবে স্বীকৃত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 10 =